কাশ্মীরের প্রত্যন্ত এলাকায় সিগন্যাল, ভারতীয় সেনার সাথে হাত মিলিয়ে Jio-কে হারাল Airtel

Published:

sunil mittal's bharti airtel beats mukesh ambani's reliance jio
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানির কথা বলতে গেলে সবার প্রথমেই যে দুটি নাম উঠে আসে সেটা হল Jio ও Airtel। সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা রয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিওতে আর এরপর দ্বিতীয় স্থানেই রয়েছে সুনীল মিত্তলের কোম্পানি ভারতী এয়ারটেল। তবে সম্পত্তি জিওকে টেক্কা দিয়ে বড় রেকর্ড করল এয়ারটেল।

জিওকে টেক্কা দিল এয়ারটেল!

জিও আর এয়ারটেল এই দুই কোম্পানির মধ্যেকার কম্পিটিশন সম্পর্কে কমবেশি সকলেই অবগত। কে বেশি গ্রাহক টানতে পারবে তার জন্য নিত্য নতুন রিচার্জ প্ল্যান বের হয়েই চলেছে। তবে দেশের সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক থাকলেও জিও কিন্তু দেশের প্রতিটি কোণায় নিজের নেটওয়ার্ক নিয়ে যেতে পারেনি। আর এখানেই জিওকে টেক্কা দিল এয়ারটেল। হ্যাঁ ঠিকই দেখছেন আজও এমন কিছু এলাকা বা গ্রাম রয়েছে যেখানে ফাস্ট ইন্টারনেট ও মোবাইল পরিষেবা সঠিকভাবে পৌঁছে উঠতে পারেনি।

জম্মু কাশ্মীরের বর্ডারের ৭টি গ্রামে প্রথম প্রাইভেট টেলিকম

সম্প্রতি এমনই ৭টি বোর্ডের সংলগ্ন গ্রামে টেলিকম সার্ভিস লঞ্চ করল এয়ারটেল। আওতায় এয়ারটেলই প্রথম প্রাইভেট কোম্পানি যা জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা ও বন্দিপুর জেলায় নিজেদের পরিষেবা চালু করল। এটি মূলত ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’ এর দৌলতে শুরু করা হয়েছিল। যেটা কাচ্ছাল, বলবীর, রাজদান পাস, টায়া টপ, উস্তাদ, কাটি ও চীমা, মোট ৭টি গ্রামকে বাকি ভারতের সাথে যুক্ত করবে।

ভারতীয় সেনার সাথে চুক্তি সাক্ষর এয়ারটেলের

যেমনটা জানা যাচ্ছে ভারতীয় সেনার সাথে ভারতী এয়ারটেলের একটি চুক্তি করা হয়েছে। যেটা অনুযায়ী দেশের বর্ডার এলাকার গ্রামগুলিতে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরী করবে এয়ারটেল। এর মধ্যে উত্তর কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কুপওয়ারা, বারামুল্লা, বন্দিপুর জেলাগুলি রয়েছে।

প্রসঙ্গত, ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। ফোর্বসের তালিকা অনুযায়ী প্রায় ১২ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে তাঁর। যার মধ্যে এয়ারটেলেরই টোটাল মার্কেট ক্যাপ ৯.৫৯ লক্ষ কোটি টাকা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join