সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে টেলিকম গ্রাহকদের সবথেকে বড় সমস্যা হয় দাঁড়ায় বারবার রিচার্জ করা। আর এই সমস্যা দূর করতে রিলায়েন্স জিও এবার এমন একটি রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) নিয়ে এসেছে, যা একবার রিচার্জ করলেই 11 মাস সম্পূর্ণ নিশ্চিন্তে থাকা যাবে। হ্যাঁ ঠিকই পড়েছেন। চলুন জেনে নেওয়া যাক, এই প্ল্যানের বিস্তারিত সুবিধা সম্পর্কে।
895 টাকাতেই 11 মাস নিশ্চিন্ত
রিলায়েন্স জিও সম্প্রতি 895 টাকা মূল্যের একটি দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে। আর এই প্ল্যানের মেয়াদ 11 মাস বা প্রায় 336 দিন। অর্থাৎ, একবার রিচার্জ করলে প্রায় এক বছর নিশ্চিন্তে ফোন ব্যবহার করা যাবে।
কী কী সুবিধা পাবেন?
প্রথমত, এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা থাকছে। এর পাশাপাশি প্রতি 28 দিনে 50টি করে SMS এর সুবিধা থাকছে। এছাড়া প্রতি 28 দিনে 2GB করে হাই-স্পিড ডেটার সুবিধা থাকছে। অর্থাৎ, এই পুরো প্ল্যানে মোট 22GB ডেটা ব্যবহার করা যাবে।
যাদের শুধুমাত্র কলিং এবং সামান্য ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন পড়ে, তাদের জন্য হতে পারে এটি সেরা বিকল্প।
কারা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন?
জানিয়ে রাখি, এই প্ল্যানটি কিন্তু সবার জন্য নয়। একমাত্র Jio Phone এবং Jio Bharat Phone ব্যবহারকারীদের জন্যই এই প্ল্যানটি চালু করা হয়েছে। যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যানটি প্রযোজ্য নয়। তাই আপনার যদি কোন জিও ফিচার ফোন থেকে থাকে, তাহলে এই সুবিধাটি নিতে পারবেন।
আরও পড়ুনঃ নতুন মাসের শুরুতেই দাম কমল রান্নার গ্যাসের, স্বস্তিতে আমজনতা
এক কথায় আপনি যদি একজন জিওর ফিচার ফোন ব্যবহারকারী হন এবং দীর্ঘমেয়াদি ও ঝামেলা মুক্ত কোনো রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে 895 টাকার প্ল্যানটি হতে পারে আপনার জন্য একদম সেরা বিকল্প। কারণ শুধুমাত্র ফোনে কথা বলার দরকার পড়লে এই অফারটি মিস করা ঠিক হবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |