আগের থেকে সস্তা! দমদার ইঞ্জিন সহ আরও কম দামে আসছে Maruti-র নতুন Brezza

Published on:

all new maruti brezza with new 1.2 liter petrol engine now cheaper than before

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন বছর পড়ার আগেই গাড়ি নিতে চান? তাহলে আপনার জন্য রইল সুখবর। মিডিয়াম বাজেটে সেরা গাড়ি Brezza এর নতুন মডেল লঞ্চ করেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। যেমন লুকস, তেমনি পাওয়ারফুল ইঞ্জিনের সাথে দমদার মাইলেজের কম্বিনেশন। চলুন দেখে নেওয়া যাক নতুন গাড়িটির ফিচার্স, স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম সম্পর্কে।

New Maruti Suzuki Brezza

WhatsApp Community Join Now

বর্তমানে বাজারে যে মারুতি সুজুকি ব্রিজা রয়েছে সেটিতে ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। ইঞ্জিন বড় হওয়ার জেরে দামও অনেকটাই বেড়ে যায়। তবে এবার নতুন মডেলে ১.২ লিটারের তিন সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন দেওয়া হবে। এর ফলে দামও বেশ কিছুটা কমে যাবে বলে আশা করা হচ্ছে। তাই যারা বাজেটের কারণে Brezza নিতে গিয়েও পিছিয়ে আসছিলেন তারা নিশ্চিন্তে গাড়িটি কিনতে পারবেন।

ডিজাইন ও ফিচার্স

Maruti Brezza এর ডিজাইন মার্কেটের Hyundai Venue, Mahindra XUV 3XO থেকে Tata Nexon এর মত গাড়িগুলিকে জোর টক্কর দেওয়ার জন্য প্রস্তুত বলা যেতেই পারে। গাড়িটিতে ইলেকট্রিক সান রুফ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হেডস আপ ডিসপ্লে এর মত ফিচার্স থাকবে। তাছাড়া এক্সটিরিয়ারে ডুয়াল LED হেড ল্যাম্প ও ইন্ডিকেটর, অ্যালয় হুইল থেকে শার্ক ফিন অ্যানটেনা থাকছে।

ইঞ্জিন ও মাইলেজ

যেমনটা শুরুতেই বলা হয়েছে, নতুন মডেলটিতে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনের বদলে তিন সিলিন্ডারের ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন দেওয়া হবে। তবে ছোট হলেও নতুন ইঞ্জিন কিন্তু বেশ পাওয়ারফুল হতে চলেছে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। নতুন Maruti Suzuki Brezza তে 20kmpl এর মাইলেজ পাওয়া যাবে বলেও দাবি করা হয়েছে।

new maruti suzuki brezza 1.2 liter petrol

Maruti Brezza Price

ফিচার্স থেকে ইঞ্জিন সবই জানা হল, এবার প্রশ্ন আগের মডেলের তুলনায় কতটা সস্তা হবে নতুন Maruti Brezza! যেমনটা জানা যাচ্ছে, নতুন মডেলটি ৭.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হবে। জেলা আগের বেস মডেলের তুলনায় ৮৫,০০০ টাকা সস্তা হতে চলেছে।

সঙ্গে থাকুন ➥
X