বন্ধ হবে Jio, Airtel-র ব্যবসা! কম দামে 365 দিন 600 GB ডেটা সহ সব সুবিধা দিচ্ছে BSNL

Published:

an unlimited plan with 600GB data with a validity of 365 days Of BSNL
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় পর্যন্ত ভারতের দুই বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio ও Airtel-র ধারে কাছে ছিল না সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL। তবে সময় বদলেছে। দেশের দুই বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থার সাথে পাল্লা দিয়ে নিজেদের পরিষেবা আরও উন্নত করার পথে হেঁটেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড।

এরই মাঝে সংস্থাটি পরবর্তী প্রজন্মের ব্রডব্যান্ড পরিষেবা Q-5G চালু করে দিয়েছে। যার নাম দেওয়া হয়েছে The Quantum Leap। বলে রাখি, এই হাই স্পিড ব্রডব্যান্ড পরিষেবাটি সম্পূর্ণ ওয়্যারলেস বা তারবিহীন। অর্থাৎ এর জন্য না কোনও সিম বা আলাদা করে কোনও রকম কানেকশনের প্রয়োজন হবে না।

হ্যাঁ, কোনও রকম তারের ঝামেলা ছাড়াই 5G পরিষেবা প্রদান করতে চলেছে ভারত সরকারের এই টেলিকম নেটওয়ার্ক সংস্থা। তবে এহেন বড় পদক্ষেপের মাঝে আলোচনায় উঠে এসেছে সংস্থাটির একটি সাশ্রয়ী মূল্যের প্রিপেড প্ল্যান। হ্যাঁ, যেখানে 365 দিনের মেয়াদ যুক্ত আনলিমিটেড কলিং, SMS সহ 600 GB ডেটা পেয়ে যাবেন গ্রাহক।

এক রিচার্জেই 600GB ডেটা

ভারত সরকারের বহু প্রাচীন টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের প্রিপেড প্ল্যান রেখেছে। অনেকেই হয়তো জানেন না, ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্রিপেড প্ল্যানে টানা এক বছরের জন্য 600 GB ডেটা পাওয়া যায়। হ্যাঁ! সংস্থা জানিয়েছে, তাদের বিশেষ প্ল্যানটি রিচার্জ করে নিলে এক বছরের জন্য হাই স্পিড বলা চলে অফুরন্ত ইন্টারনেট পেয়ে যাবেন গ্রাহকরা! শুধু তাই নয় ডেটা শেষ হয়ে যাওয়ার পরও 40Kbps স্পিডে ইন্টারনেটে কাজ করা যাবে।

অবশ্যই পড়ুন: আদরের ছেলেকে ফিরে পাচ্ছে মোহনবাগান! মাঠ কাঁপাতে আসছে ডার্বিতে হ্যাটট্রিক করা বাঘ

প্ল্যানটির অন্যান্য সুবিধা ও দাম

ভারত সরকারের টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL তাদের গ্রাহকদের জন্য এক বছরের বৈধতা যুক্ত 600 GB-র যে প্ল্যানটি রেখেছে, তাতে একজন গ্রাহক প্রতিদিন 100 SMS, আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি হাই স্পিড ডেটার সুবিধা পেয়ে যাবেন। শুধু তাই নয়, BSNL-র ওই এক প্ল্যানেই বিনামূল্যে কলার টিউন সেট করতে পারবেন গ্রাহক। তাছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করা থাকলে Zing অ্যাপের অ্যাক্সেসও পেয়ে যাবেন আপনি। বলে রাখি, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে 600GB ডেটা যুক্ত 1 বছরের এই প্ল্যানটির দাম রাখা হয়েছে 1,999 টাকা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join