উন্নত প্রযুক্তি, অসাধারণ লুক! 1.99 লাখে 300 সিসির Apache RTX লঞ্চ করল TVS

Published:

Apache RTX
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টিভিএস মোটর Apache এর RTX ভ্যারিয়েন্ট (Apache RTX) ভারতের বাজারে লঞ্চ করেছে। জানা যাচ্ছে, মাত্র 1.99 লক্ষ টাকা থেকেই এর দাম শুরু হচ্ছে। আর এটি মূলত RT-XD4 প্ল্যাটফর্মের উপরেই তৈরি। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন ভ্যারিয়েন্টের কী কী দাম রয়েছে এবং কী কী স্পেসিফিকেশন রয়েছে।

তিনটি ভ্যারিয়েন্টে মিলবে এবার RTX

প্রসঙ্গত, এবার টিভিএস তাদের Apache RTX মডেলটি তিনটি ভ্যারিয়েন্টে বাজারে এনেছে। আর প্রতিটি মডেলের আলাদা আলাদা দাম রয়েছে। সেগুলি হল—

  • বেস ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 1.99 লক্ষ টাকা,
  • টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 2.14 লক্ষ টাকা,
  • কাস্টম BTO ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 2.29 লক্ষ টাকা।

ইঞ্জিন এবং পারফরম্যান্স

উল্লেখ্য, নতুন RTX মডেলে রয়েছে একটি 299.1cc, সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড কুলড DOHC ইঞ্জিন যা সর্বোচ্চ 65.5 bhp পাওয়ার এবং 28.5Nm টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি ইঞ্জিনের সঙ্গে একটি ডুয়াল কুলিং প্রযুক্তি দেওয়া রয়েছে এবং 6-স্পিড গিয়ারবক্স সহ অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ থাকছে। এদিকে RT-XD4 প্ল্যাটফর্ম টিভিএস-এর নেক্সট জেনারেশন ইঞ্জিনিয়ারিং-এর উপরেই ভিত্তি করে এই মডেল বাজারে এনেছে। আর এতে ডুয়েল ওভারহেড ক্যাম, ডুয়েল অয়েল পাম্পসহ ডুয়েল ব্রীথার সিস্টেমও দেওয়া রয়েছে।

রাইডার ফ্রেন্ডলি প্রযুক্তি

জানিয়ে রাখি, RTX-এ এবার চারটি মোড দেওয়া রয়েছে। আর সেগুলি হল Urban, Rain, Tour, Rally। এগুলি মূলত ইঞ্জিন রেসপন্স, ট্র্যাকশন কন্ট্রোল এবং ABS-কে বিভিন্ন জায়গার ভূপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি দেওয়া রয়েছে বাই-ডিরেকশনাল কুইকশিফটার, ক্রুজ কন্ট্রোল, লিনিয়ার ট্র্যাকশন কন্ট্রোল, 5-ইঞ্চি TFT ডিসপ্লে, অ্যাডজাস্টেবল লিভারস ও টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের মতো উন্নতমানের সব ফিচার্স।

আরও পড়ুনঃ শুনানির আগে মহিলাকে চুমু খাচ্ছে আইনজীবী! ভাইরাল দিল্লি হাইকোর্টের লজ্জাজনক ভিডিও

এদিকে সানপেনশন ও ব্রেকিং নিয়ে যদি কথা বলি, তাহলে সামনের দিকে রয়েছে WP লং-ট্রাভেল ইনভার্টেড কার্টিজ ফর্ক। পিছনে রয়েছে মনো-টিউব ফ্লোটিং পিস্টন ইউনিট। আর ডুয়াল ডিস্ক ব্রেকিং সিস্টেমও থাকছে। সাথে ট্রেইন ডুয়াল ডিস্ক, টেরেইন-অ্যাডাপটিভ ABS এর সুবিধাও রয়েছে। এছাড়া আমরা যদি রং নিয়ে কথা বলি, তাহলে মডেলটি পাঁচটি রঙের ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। সেগুলি হল Viper Green, Metallic Blue, Pearl White, Lightning Black, Tarn Bronze।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join