পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাজারে হাজারো স্মার্টফোন থাকলেও সারাবছরই চর্চায় থাকে যে সেটা হল iPhone। যদিও নতুন আইফোন লঞ্চের এখনও ঢের দেরি তবে এখন থেকেই নতুন iPhone 17 এ কি নতুন ফিচার আসতে করেছে তা নিয়ে কৌতূহলের অন্ত নেই নেটিজেন থেকে টেক লাভারদের মনে। কি কি আপগ্রেড হচ্ছে? চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
iPhone 17 এ থাকছে বিরাট আপগ্রেড
প্রতিবছরই আরও বেশ পাওয়ারফুল আর নতুন কিছু ফিচার্স নিয়ে হাজির হয় Apple। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালেও এর ব্যতিক্রম হবে না। তার জন্য এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে। যান যাচ্ছে একটি নয় বরং একাধিক বড় আপগ্রেড থাকবে iPhone 17 মডেলে। ইতিমধ্যেই সেই সমস্ত ফিচার্সের আভাস পাওয়া গিয়েছে। সেগুলি সম্পর্কেই নিচে জানানো হল।
ডায়নামিক আইল্যান্ড
জানা যাচ্ছে, iPhone 17 Pro Max মডেলে নতুন লুকে দেখা যেতে পারে ডায়নামিক আইল্যান্ড। মূলত ফেস আইডি সেন্সরটিকে আরও আপগ্রেড করতে মেটালেন্স আনা হতে পারে। যার ফলে ডায়নামিক আইল্যান্ডের ডিজাইন বদলে যেতে পারে।
নতুন পাওয়ারফুল প্রসেসর
প্রতিবছরের মত আসন্ন iPhone 17 Pro মডেলের জন্য A19 প্রসেসর দেওয়া হবে। যেটা বর্তমান জেনারেশনের প্রসেসরের থেকে আরও বেশি পাওয়ারফুল ও এফিসিয়েন্ট হবে। একইসাথে আরও বেশি ভালো করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের কাজ সামলাতে পারবে।
iPhone 16 Pro Max vs iPhone 17 Pro Max pic.twitter.com/sC2cSsLCZ3
— Apple Club (@applesclubs) November 20, 2024
ক্যামেরা
ক্যামেরার জন্য বরাবরই প্রশংসিত হয়ে আসছে আইফোন। তাই নতুন মডেলে ক্যামেরা আরও উন্নত হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আশা করা হচ্ছে, Aple iPhone 17 এ 24MP ফ্রন্ট মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। বর্তমানের 12MP ক্যামেরার থেকে এটা একটা বড় আপগ্রেড হতে চলেছে। এছাড়া পিছনে 48MP ক্যামেরা দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।
ব্যাটারি
অত্যাধুনিক ফিচার্স থাকা সত্ত্বেও আইফোনের ব্যাটারি সারাদিন চলে। তবে প্রতিবছরই আরও বেশি ব্যাটারি ব্যাকআপ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এমনকি বাস্তবেও তেমনটাই দেখা যায়। তাই আশা করা হচ্ছে আসন্ন মডেলে আরও ভালো আর বড় ব্যাটারি থাকবে যেটা আরও বেশি সময় আইফোন ব্যবহার করতে সাহায্য করবে।