শ্বেতা মিত্রঃ একদম দুয়ারে এসে হাজির হয়েছে একের পর এক উৎসব। সামনে রয়েছে দূর্গা পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো, কালীপুজো ও ধনতেরসের মতো একের পর এক উৎসব। এদিকে এই উৎসবের আবহে একের পর এক টেলিকম কোম্পানিগুলি গ্রাহকদের আকর্ষণ করতে নানা রকম প্ল্যান লঞ্চ করছে। Vi, থেকে শুরু করে Airtel, Reliance Jio একের পর এক নিত্য নতুন অফার দিচ্ছে গ্রাহকদের অন্যদিকে পিছিয়ে নেই সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)-ও।
গত জুলাই মাসে ভোডাফোন আইডিয়া থেকে শুরু করে Airtel, Reliance Jio -র মতো ভারতের বাঘা বাঘা টেলিকম সংস্থাগুলি একদিকে যখন ২৫ শতাংশ অবধি নিজেদের রিচার্জ মূল্য বাড়িয়ে দিয়েছিল তখন থেকে বিএসএনএল যেন নিজের স্বমহিমায় ফিরতে শুরু করেছে। কথায় আছে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এক্ষেত্রে পৌষ মাসটা হয়েছিল বিএসএনএল কোম্পানির। Vi, Airtel, Reliance Jio -র গ্রাহকরা বিএসএনএল এর সিমে পোর্ট করতে শুরু করেছিলেন। এদিকে গ্রাহকদের এহেন সংখ্যা বৃদ্ধি দেখে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে শুরু করেছে কোম্পানিও। এখন এই বিএসএনএল কোম্পানি দেশজুড়ে 4G থেকে শুরু করে 5G পরিষেবা শুরু করার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। যাইহোক, এবার দেশের বড় বড় টেলিকম কোম্পানিগুলোকে জোরদার ধাক্কা দিয়ে বিএসএনএল একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে।
বড় চমক BSNL-র
BSNL – র তরফে যে প্ল্যান লঞ্চ করা হয়েছে সেটি সম্পর্কে জানলে আপনিও চমকে যাবেন। এমনিতে এই সরকারি টেলিকম সংস্থাটির আগাগোড়াই লক্ষ্য হল কম দামে গ্রাহকদের ভালো পরিষেবা প্রদান করা। অন্যান্য টেলিকম সংস্থাগুলি যেখানে প্রায় ৩০০ টাকা খরচ করে তাদের গ্রাহকদের ২৮ দিনের বৈধতা দিচ্ছে, সেখানে বিএসএনএল প্রায় ১০০ টাকা খরচ করে ব্যবহারকারীদের ৩০ দিনের বেশি বৈধতা দিচ্ছে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
BSNL -র নতুন রিচার্জ প্ল্যান
আপনার বাজেট যদি কম থাকে অথচ ভালো পরিষেবা পেতে চান তাহলে আপনি বিএসএনএল এর ১০৭ টাকার সবচেয়ে সস্তা প্ল্যানটি বেছে নিতে পারেন। এই প্ল্যানে আপনি আপনার সিম কার্ডটি প্রতিদিন ৩ টাকারও কম খরচে ৩০ দিনেরও বেশি সময় ধরে সক্রিয় রাখতে পারেন। শুধু তাই নয়, এতে আপনাকে কলিং, ইন্টারনেট এ আরও অনেক সুবিধা পেয়ে যাবেন। এখন নিশ্চয়ই ভাবছেন যে এত কম টাকায় এতগুলি ফিচার সত্যি কি মিলছে? উত্তর হল হ্যাঁ
BSNL -র ১০৭ টাকার প্ল্যান
BSNL-এর ১০৭ টাকার প্ল্যানে আপনি ৩৫ দিনের মোট ভ্যালিডিটি পাবেন। এর পাশাপাশি, রিচার্জ প্ল্যানের সঙ্গে সম্পূর্ণ বৈধতার জন্য কল করার জন্য আপনাকে মোট ২০০ মিনিট বিনামূল্যে দেওয়া হবে। ২০০ মিনিটের লিমিট শেষ হয়ে গেলে লোকাল কলের জন্য প্রতি মিনিটে ১ টাকা চার্জ গুনতে হবে। অন্যদিকে আপনি যদি এসটিডি কলিং করেন তাহলে আপনাকে ১.৩ টাকা প্রতি মিনিট হিসেবে গুনতে হবে।
BSNL -র এই অপশনটি দেখেছেন?
সরকারি টেলিকম সংস্থাটির কাছে আরও এক দুর্দান্ত প্ল্যান রয়েছে। আপনি যদি সারা বছর রিচার্জের ঝামেলা থেকে মুক্ত হতে চান তাহলে কোম্পানির ৭৭৯ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। এই প্ল্যানে আপনি টানা ৩৬৫দিনের ভ্যালিডিটি পাবেন। প্ল্যানের সাহায্যে আপনি প্রথম ৬০ দিনের জন্য প্রতিদিন 2GB ডেটা পাবেন। যেসব ব্যবহারকারী কম দামে সারা বছর সিম সচল রাখতে চান তাদের জন্য এই প্ল্যানটি একদম সেরা হিসেবে প্রমাণিত হতে পারে।