বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত এবং আমেরিকার মধ্যে শুল্ক ও বাণিজ্য নিয়ে টানাপোড়নের আবহে দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি সেই ডাকে সাড়া দিয়েই, দেশবাসীকে স্বদেশী পণ্য ও প্রযুক্তি দুইই ব্যবহারের আহ্বান জানালেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw On Zoho)।
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ডকুমেন্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরির জন্য ভারতীয় জোহো প্ল্যাটফর্মটির ব্যবহার শুরু করে দিচ্ছি। এটা আমাদের নিজেদের প্ল্যাটফর্ম। এর মধ্যে দিয়ে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী বোঝাতে চেয়েছেন, Google বা Microsoft এর মতো সংস্থার উপর নির্ভরযোগ্যতা কমিয়ে স্বদেশী প্ল্যাটফর্ম ব্যবহার করা হোক। কিন্ত কী এই জোহো?
Zoho দিয়ে পিপিটি তৈরি করে দেখালেন কেন্দ্রীয় মন্ত্রী
সমাজ মাধ্যমে স্বদেশী প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানোর পরই বুধবার, ক্যাবিনেট ব্রিফিং করলেন অশ্বিনী বৈষ্ণব। সেখানেই প্রথম আনুষ্ঠানিকভাবে ব্যবহার হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি প্ল্যাটফর্ম জোহোর। এদিন ব্রিফিংয়ের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেন, আজ এই পিপিটি তৈরি করলাম জোহো ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরেই ভারতের তথ্যপ্রযুক্তি দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা হল।
কী এই জোহো?
প্রথমেই বলি, 1996 সালে শ্রীধর ভেমবু এবং টনি টমাসের হাত ধরে পথ চলা শুরু হয়েছিল স্বদেশী প্ল্যাটফর্ম জোহোর। এই সংস্থার বর্তমান সদর দপ্তর রয়েছে চেন্নাইতে। এটি আসলে একটি সফটওয়্যার কোম্পানি, যা মূলত 55টিরও বেশি ক্লাউড ভিত্তিক টুল সরবরাহ করে থাকে। এই কাজ মূলত ব্যবসায়ী ও পেশাদারদের জন্য করা হয়। বলা বাহুল্য, অ্যাকাউন্টিং হোক কিংবা ইমেল অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট, সব ধরনের কাজের জন্যই সফটওয়্যার রেখেছে জোহো।
অবশ্যই পড়ুন: ভারতবিদ্বেষী সেলিব্রেশন! দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে ICC-র দ্বারস্থ BCCI
News 24 এর রিপোর্ট অনুযায়ী, এই সংস্থাটি আমেরিকায় নথিবদ্ধ হলেও এর বেশিরভাগ কাজই হয় তামিলনাড়ুতে। জানিয়ে দিই, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে প্ল্যাটফর্ম ব্যবহারের উপর জোর দিচ্ছেন সেই জোহোর কাছে এই মুহূর্তে 10 কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। তবে মনে করা হচ্ছে, কেন্দ্রের বিশেষ উদ্যোগের পর খুব শীঘ্রই এর ব্যবহারকারীর সংখ্যা বাড়বে। তবে ভুললে চলবে না, Microsoft Office বা Google Docs এর কাজ জোহোতে করতে গেলে সাবস্ক্রিপশন প্রয়োজন। যদিও এই সংস্থা, তাদের বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের সম্পূর্ণ বিনামূল্যে অফার করে।