Indiahood-nabobarsho

ভারতে Pulsar ও Platina-র এই মডেলগুলির বিক্রি বন্ধ করল Bajaj

Published on:

bajaj bikes which will be discontinued

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বড় হয়ে চারচাকা না হলেও দু চাকা একটা বাইক কেনার শখ প্রতিটা ছেলের মধ্যেই থাকে। বাজেটের মধ্যে যদি ভালো স্টাইলিশ বাইকের কথা ওঠে তাহলে সবার আগেই নাম আসে বাজাজ পালসারের (Bajaj Pulsar)। আর যদি দুর্দান্ত মাইলেজের জন্য গাড়ি নিতে হয় তাহলে অনেকেই Bajaj Platina 110 কে পছন্দ করেন। তবে এবার জানা যাচ্ছে এই বাইকগুলিকে বন্ধ করে দিচ্ছে বাজাজ কোম্পানি। কেন? জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বন্ধ হচ্ছে Bajaj-র একাধিক বাইক মডেল

বর্তমানে বাজাজ কোম্পানির যে সমস্ত বাইকগুলি বেশ জনপ্রিয় তার মধ্যে অন্যতম হল Pulsar F250, Platina 110 ABS, CT 125X ইত্যাদি। পালসার F250 এই মুহূর্তে প্রায় ১.৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া CT 125X ৭৩,০০০ টাকা ও Platina 110 ABS ৭৯,০০০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু এবার এই মডেলগুলি তৈরী করা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

কেন বন্ধ হচ্ছে মডেলগুলি?

হটাৎ করে এই মডেলগুলির বিক্রি বন্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসার প্রিয় সকলের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে। কেন বন্ধ করা হচ্ছে বিক্রি?এই মুহূর্তে কোম্পানির তরফ থেকে কোনো কারণ জানানো না হলেও বিক্রি কম হওয়ার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যে তিনটি গাড়ির বিক্রি বন্ধ করে দেওয়া হবে তার মধ্যে প্লাটিনা ১১০ একটি দুর্দান্ত কমিউটার বাইক। এতে যেমন আরামদায়কভাবে ভ্রমণ করা যায় তেমনি ভালো মাইলেজ ও পাওয়া যায়। অন্যদিকে CT125X ও দুর্দান্ত গাড়ি যেটার দমদার মাইলেজের পাশাপাশি জব্বর ইঞ্জিন আর লুকস রয়েছে। কিন্তু ফিচার ভালো হলেও বাজারে আশানুরূপ বিক্রি না হওয়ার জেরেই এই মডেলগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।

লঞ্চ হবে নতুন Pulsar RS200

তিনটি গাড়ি বন্ধ করে দেওয়া হলেও পালসারপ্রেমীদের জন্য সুখব রয়েছে। কারণ ২০২৫ সালে নতুন Pulsar RS200 লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। নতুন মডেলটিতে ফ্রেশ ডিজাইন, LCD ইনস্ট্রুমেন্ট কনসোল থেকে শুরু করে ব্লুটুথ কানেকটিভিটি এর মত সুবিধা দেওয়া হবে। এছাড়াও কল ও এসএমএস এর ফিচার্সও যোগ করা হবে। শীঘ্রই হয়তো নতুন মডেলটির সম্পর্কে ঘোষণা করা হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group