এক চার্জেই দৌড়বে ১৫৩ কিমি! বাজার কাঁপানো ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Bajaj

Published on:

Bajaj Chetak 3502

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা হু হু করে বাড়ছে। আর সেই সূত্র ধরে বাজারে আবারও হৈচৈ ফেলে দিল নতুন ইলেকট্রিক স্কুটার Bajaj Chetak 3502। হ্যাঁ, যেভাবে ইলেকট্রিকের দিকে ভারতীয়রা ঝুঁকছে, সেখানে Bajaj-র এই মডেল হতে পারে মধ্যবিত্তদের হাসির কারণ। আসলে এটি এক চার্জেই দৌড়বে 153 কিলোমিটার, আর দামও মধ্যবিত্তদের বাজেটের মধ্যে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এক চার্জেই 153 কিলোমিটার

জানিয়ে রাখি, এই স্কুটারটিতে রয়েছে 3.5 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যানেল। শহরের মধ্যে দৈনন্দিন যাত্রা থেকে শুরু করে অফিসের কাজে ব্যবহারের জন্য এটি একেবারে সেরা বিকল্প। কারণ এটি একবার চার্জ দিলেই আপনি পেয়ে যাবেন 153 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। এছাড়া থাকছে  শক্তিশালী মোটর, যা রাইডে গতি আরও বাড়িয়ে তোলে।

প্রযুক্তিতে দিচ্ছে চমক

বেশ কয়েকটি রিপোর্ট ঘেঁটে জানা গেল, Bajaj Chetak 3502-এ গ্রাহকরা পাবে একগুচ্ছ স্মার্ট ফিচার। প্রথমত থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা আপনাকে স্কুটারের সমস্ত যাবতীয় তথ্য দেবে। দ্বিতীয়ত থাকছে এলইডি হেড ল্যাম্প ও টার্ন ইন্ডিকেটর। থাকছে ব্লুটুথ এবং ইউএসবি কানেক্টিভিটি। অর্থাৎ, মোবাইল চার্জিংও করতে পারবেন বা কল নোটিফিকেশনের সুবিধাও পাবেন। এছাড়া থাকছে ABS ব্রেকিং সিস্টেম এবং ক্রুজ কন্ট্রোল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরাম এবং ডিজাইনেও চমক

রাইডার থেকে শুরু করে সাধারণ আরোহীদের আরামের দিকে বিশেষ নজর দিয়েছে এই স্কুটার। কারণে এতে থাকছে আরামদায়ক এবং প্রশস্ত সিট এবং যাত্রীদের জন্য ফুট-রেস্ট। পাশাপাশি ডিজিটাল ক্লক স্পিডোমিটার, টাচোমিটার, ট্রিপ মিটার, সবমিলিয়ে একেবারে আধুনিক প্রযুক্তি এবং প্রিমিয়ামের ছোঁয়া রয়েছে এই স্কুটারটিতে।

আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিট ছাড়া বিনিয়োগের সেরা ১০ ঠিকানা, মিলবে ৯% এর বেশি সুদ

দাম কত পড়বে?

Bajaj-র অফিসিয়াল ওয়েবসাইট ঘেঁটে জানা গেল, এই স্কুটারের এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 1 লক্ষ 22 হাজার টাকা থেকে। আর যারা আরও উন্নত ফিচার চায়, তাদের জন্য রয়েছে টপ ভ্যারিয়েন্ট, যার বাজার মূল্য 1 লক্ষ 27 হাজার টাকা।

তবে হ্যাঁ, স্কুটারটিতে ইএমআই অপশনও নিয়ে এসেছে Bajaj। কারণ আপনি মাত্র কয়েক হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই স্কুটারটি বাড়ি নিয়ে যেতে পারবেন। স্কুটারটি বাজারে ইতিমধ্যেই এই ইএমআই স্কিমের জন্য ফিন্যান্স পার্টনারদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। তাই যদি স্বল্প বাজেটের মধ্যে কোনও স্কুটার খুঁজে থাকেন, তাহলে এটিই হতে পারে সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group