বৈশাখী মণ্ডল, কলকাতাঃ ডিসেম্বর মানেই কনকনে শীত। কারোর কাছে শীতকাল প্রিয় হলেও কারোর কাছে শীতকাল মোটেই প্রিয়না। শীতকালে সবথেকে বেশি কষ্টের সকালে স্নান। গরমকালে একাধিকবার স্নান করা গেলেও শীতকালে এই স্নানটা যথেষ্ট কষ্টের হয়। তাই শীতকালে বেশিরভাগ মানুষই চান স্নানের জন্য একটু গরম জল। কিন্তু যাদের অনেক সকালে স্নান করতে হয় তাদের কাছে গরম জল পাওয়া অনেকাংশে সমস্যা হয়ে দাঁড়ায়। তাই সবাই চান শীতকালে তাদের স্নানের জল গরম করার জন্য একটা গিজার হলে ভালোই হয়।
শীত পড়ার সাথে গিজারের (Geyser) চাহিদাও বেড়ে যায়। বাজারে বিভিন্ন সাইজ ও রেটের ওয়াটার হিটার অর্থাৎ গিজার পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন সপিং অ্যাপ গুলোতেও গিজার পাওয়া যায়। তবে মিডিয়াম সাইজের ফ্যামিলির জন্য ১৫ লিটারের গিজার বেস্ট অফসান। অ্যামাজনের সাইটে অফারে ভালো ভালো ৫ স্টার ওয়ালা গিজার পাওয়া যাচ্ছে। অ্যামাজনে ১৫ লিটারের Bajaj Edrea গিজার পাওয়া যাচ্ছে। এটি ৫ স্টার রেটিং সহ শক্তিশালী এবং দুর্দান্ত হিটিং এর সুবিধা দেয়। ৫ স্টার রেটিং- এর দরুন এতে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হয়। নিশ্চিন্তে জল নিজের সময় অনুযায়ী গরম হয়ে যাবে। চলুন Bajaj Edrea গিজার এর বিষয়ে বিস্তারিত জেনে নি।
Bajaj Edrea গিজারের দাম এবং অফার
এই Bajaj Edrea হিটার টি ৫ স্টার রেটিং সহ রয়েছে। শপিং অ্যাপ অ্যামাজনে এই ১৫ লিটার গিজারটির মূল্য ১১,৮১০ টাকা। বর্তমানে ৪৫ শতাংশ সেলের অফারের কারণে এই গিজারটি আমাজন ৬,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্কের অফারে এই গিজারটি আরও খানিকটা কমেই পাওয়া যাচ্ছে।
বিভিন্ন ডেবিট, ক্রেডিট কার্ডে অফার
- Axis ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কমপক্ষে 5000 টাকার ইএমআই ট্রানজ্যাকশনে 7.5% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (অতিরিক্ত 1250 টাকা) পাওয়া যাচ্ছে।
- BoB কার্ডের মাধ্যমে কমপক্ষে 5000 টাকার ইএমআই ট্রানজ্যাকশনে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (অতিরিক্ত 1250 টাকা) পাওয়া যাচ্ছে।
- বিওবি কার্ডের মাধ্যমে কমপক্ষে 5000 টাকার ইএমআই ট্রানজ্যাকশনে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (অতিরিক্ত 1500 টাকা) পাওয়া যাচ্ছে।
যেসব ইউজাররা সাধারণত এই Bajaj Edrea গিজার নেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা HDFC ডেভিড কার্ড বা Amazon ICCI এর কার্ডে ৩১৮ টাকা EMI-এ গিজারটি সহজেই কিনতে পারেন। এর পরিবর্তে আপনাকে প্রতিমাসে ৩১৮ টাকা করে ২৪ মাস পেমেন্ট করতে হবে। একই সঙ্গে আপনাকে ১৬ শতাংশ হিসেবে ১,১৩৮ টাকা এক্সট্রা সুদ হিসেবে দিতে হবে। তাহলে ২৪ মাসে আপনাকে ৭,৬৩৭ টাকা শোধ দিতে হবে।
15 লিটার Bajaj Edrea ফিচার
- পীক লোড 8 বার
- পীক তাপমাত্রা 72 ডিগ্রী সেলসিয়াস
- ভোল্টেজ 230 ভোল্ট
- ওয়াট ক্ষমতা 2000 ওয়াট
- ক্ষমতা 15 লিটার
- ওজন 8 কিলোগ্রাম
- ওয়ারেন্টি 2 বছর
Bajaj Edrea ওয়াটার হিটারে বিশেষত হল, এই হিটারে বিভিন্ন সেফটি ফিচারস সহ চাইল্ড সেফটি মোড বর্তমান। এর ট্যাঙ্কটি পলিমার কোটেড এছাড়াও এটি ৮ বার প্রেশার সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে PUF ইনশুনেশন রয়েছে। থার্মোস্ট্যাট নোব এবং ম্যাগনেসিয়াম এনোড যোগ করা আছে। ফলে টেম্পারেচার সেটিং ঠিক হয়। পাউডার কোটেড মেটাল বডি। এছাড়াও দীর্ঘসময়ের শক্তিশালী হিটিং এলিমেন্ট যোগ করা আছে। ১৬ এ প্লাগ সহো ফায়ার রেজিস্ট্যান্স কেবল আছে। ৫ স্টার রেটিং এর কারণে বেশি বিদ্যুৎ খরচ এর চিন্তাও নেই। কোম্পানির পক্ষ থেকে ২ বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি আছে। ৩ বছর হিটিং এলিমেন্ট ওয়ারেন্টি এবং ৫ বছর ইনার ট্যাঙ্ক ওয়ারেন্টি এড করা আছে।