SBI সহ ৩৮টি ভারতীয় ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত লক্ষাধিক তথ্য ফাঁস

Published on:

Bank Data Breach 38 Indian banks transfer records leaked online

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘটে গেল বড় অঘটন! ভারতীয় ব্যাঙ্কগুলির লক্ষাধিক লেনদেন সংক্রান্ত তথ্য ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে (Bank Data Breach)। জানা যাচ্ছে, এই ভয়াবহ ঘটনায় ভুক্তভোগী ভারতের অন্তত 38টি ব্যাঙ্ক। টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কগুলির তথ্য ফাঁস হওয়া মানেই লাখ লাখ অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, লেনদেনের পরিমাণ এবং কন্টাক্ট নাম্বারের মতো একাধিক সংবেদনশীল তথ্য লিক হয়েছে। এমনটাই দাবি সাইবার সিকিউরিটি কোম্পানি আপগার্ডের।

কীভাবে ফাঁস হল এই তথ্য?

রিপোর্ট বলছে, অ্যামাজনের একটি অনিরাপদ সার্ভার থেকেই ব্যাঙ্কগুলির লেনদেন সংক্রান্ত তথ্য লিক হয়েছে। জানা যায়, সার্ভারটিতে অন্তত 2 লক্ষ 73 হাজার পিডিএফ ডকুমেন্ট ছিল। যার মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড সহ অন্যান্য একাধিক গোপন বিবরণ রয়েছে। এও জানা গিয়েছে, ফাঁস হওয়া নথিগুলির মধ্যে ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউসের লেনদেনের ফর্মও ছিল।

আপগার্ডের গবেষকদের মতে, কম করে 38টি ভারতীয় ব্যাঙ্কের প্রায় 3 লাখ লেনদেন সংক্রান্ত নথি ফাঁস হয়েছে। এই ডেটা লিক সংক্রান্ত তথ্য পেতে আপগার্ডের গবেষক দল 55 হাজারের কাছাকাছি নথি পরীক্ষা করেছিল। যার মধ্যে অর্ধেকের বেশি নথির নাম ঘোষণা করে দিয়েছে সংস্থাটি।

প্রতিক্রিয়া জানিয়েছে NPCI

রিপোর্ট বলছে, আপগার্ডের গবেষকরা আই ফিনান্স এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সর্বপ্রথম এই তথ্য ফাঁসের খবরটি জানিয়েছিল। তবে, NPCI এর তরফে সাফ জানানো হয়েছে, তাদের সিস্টেম নিরাপদ। এখনও পর্যন্ত কোনও রকম ডেটা ফাঁস হয়নি। এদিকে আপগার্ড জানাচ্ছে, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এই ডেটাগুলি ইন্টারনেটে উন্মুক্ত অবস্থায় ছিল। তাতে আবার প্রতিদিন নতুন নতুন তথ্য যুক্ত হয়েছে।

অবশ্যই পড়ুন: যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ, বললেন, ‘আপনি শান্তিপ্রিয়!’

উল্লেখ্য, 38টি ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত তথ্য ফাঁসের ঘটনায় নাম উঠেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥