শ্বেতা মিত্রঃ বাঁকুড়ার এক যুবক এবার এক বিশেষ ধরণের বাস তৈরী করে সকলকে চমকে দিলেন। এইটা বাসটি ব্যাটারি চালিত এবং তিনি নিজে এটি তৈরী করেছেন। এই বাসটিকে প্রথম দেখায় অনেকেই হয়তো টোটো বলে ভুল করবেন, কিন্তু আদতে এটি একটি বাস। এটি ব্যাটারি চালিত একটি মিনিবাস, যেটির মধ্যে কমপক্ষে ১৬ জন অনায়াসেই বসতে পারবেন। বাচ্চা হলে আরাম সে ২৫ থেকে ৩০ জন বসে যেতে পারবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।
ব্যাটারিচালিত মিনিবাস তৈরী করল যুবক
বাঁকুড়া শহরের বাসিন্দা চঞ্চল সিং এইটা বিশেষ ধরণের মিনিবাস তৈরী করে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। শুধু তাই নয় তার এক্সপেরিমেন্টের কিন্তু শেষ তিনি এর আগে ইলেকট্রিক শুরু করে ইলেকট্রিক টোটো অবধি তৈরি করেছিলেন। তবে এবার ব্যাটারী চালিত বাস তৈরি করে সকলকে চমকে দিয়েছেন চঞ্চল সিং। চঞ্চল জানিয়েছেন এটি তিনি নাকি অর্ডার নিয়ে বানিয়েছেন। এই বাসটিকে তৈরি করতে তিনি ব্যবহার করেছেন উচ্চ মানের জিনিসপত্র। একটি লিথিয়াম ব্যাটারি এইটা ইলেকট্রিক বাসটিকে শক্তি জোগাচ্ছে। এর ওয়ারেন্টি আবার ৫ বছর। হ্যাঁ ঠিকই শুনেছেন। মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে এটি ফুল চার্জ হয়ে যাবে।
একবার চার্জেই এইটা গাড়িটি ছুটতে পারে প্রায় ২৫০ কিলোমিটার মতো। জানা গিয়েছে, এই বাসে রয়েছে ডিস্ক এবং টায়ার ব্রেক। বাসটির দেহে বানাতে স্টিলের ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে উচ্চ গুণগত মানের চাকা। যে কেউ এইটা গাড়িটিকে অর্ডার দিয়ে কিনতে পারেন। সেক্ষেত্রে খরচ করতে হবে সাড়ে তিন লক্ষ থেকে শুরু করে চার লক্ষ টাকা।
এদিকে যেদিন থেকে চঞ্চল সিং এই গাড়িটিকে রাস্তায় নামিয়েছেন সেদিন থেকে এটিকে দেখতে সাধারণ মানুষের ভিড় রীতিমতো উপচে পড়েছে এলাকায়। এই বিশেষ বাসটি সম্পর্কে চঞ্চল সিং জানিয়েছেন, এর মূল চালিকাশক্তি হল লিথিয়াম ব্যাটারি। যার ক্ষমতা ১২ থেকে ১৪ বছর অবধি। এইটা বাস অনেকদিন চলবে। তবে এইটা নতুন নয়, গত জুলাই মাসেও তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। সেইসময়ে বাঁকুড়ায় জাম্বো সাইজের টোটো বানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। ১১ আসনের মেগা ইভি টোটো বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন চঞ্চল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |