Motorola থেকে Vivo, ২৫০০০ টাকার মধ্যে ৫টি সেরা ফোন! ক্যামেরা, RAM সবই বাম্পার

Published on:

best 5 smartphones under rs 25000 budget with great camera powerfull battery and processor

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বছরের শেষে নতুন ফোন (Smartphone) কেনার কথা ভাবছেন? তাহলে মিড বাজেটের মধ্যেই একাধিক ভালো ফোন রয়েছে যেগুলো লঞ্চ হওয়া দামের তুলনায় বেশ কিছুটা সস্তা হয়ে গিয়েছে। আজকের প্রতিবেদনে রইল ফিচার্সে ভরা ২৫,০০০ টাকার সেরা ৫ টি ফোনের তালিকা। যেখানে ভালো ক্যামেরা, অত্যাধুনিক সমস্ত ফিচার্স থেকে দমদার ব্যাটারি সমস্ত কিছুই পাওয়া যাবে।

Motorola Edge 50 Neo

WhatsApp Community Join Now

বাজেটের মধ্যে 6.4 ইঞ্চির P-OLED স্ক্রিন, 12GB Ram, দমদার প্রসেসর থেকে দুর্দান্ত ক্যামেরার ফোন কিনতে চান? তাহলে Motorola Edge 50 Neo অবশ্যই একবার দেখতে পারেন। এই স্মার্টফোনটিতে 50MP এর মেন ক্যামেরা ও 10MP টেলিফোটো ও 13MP এর আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকছে। একইসাথে Mediatek Dimensity 7300 SoC ও 4300 mAh এর ব্যাটারি থাকবে। বর্তমানে অনলাইনে ২১,০০০ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে এই ফোনটি।

Nothing Phone 2A

যদি একটু হটকে ডিজাইনের ফোন কিনতে চান সেক্ষেত্রে ২৫০০০ টাকার মধ্যে Nothing Phone 2A একটি দুর্দান্ত চয়েস হতে পারে। 6.7 ইঞ্চির বড় AMOLED 120 Hz স্ক্রিনের সাথে 50 MP ও 8MP এর ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটিতে। একইসাথে Mediatek Dimensity 7200 Pro প্রসেসর 12GB Ram ও 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি পাওয়া যাবে।

iQOO Z9 Pro 5G

iQOO লাভার হলে মিড বাজেটে একটি ভালো স্মার্টফোন হল iQOO Z9 Pro 5G। এই স্মার্টফোনটিতে 6.77 ইঞ্চির AMOLED 120Hz ডিসপ্লে, Snapdragon 7 Gen 3 5G প্রসেসর 12GB Ram পাওয়া যাবে। এছাড়াও 5000 mAh এর বড় ব্যাটারি আর সেটাকে ঝটপট চার্জ দেওয়ার জন্য 80Watt চার্জার ও থাকছে। এই ফোনটির বর্তমানে দাম ২৫,৫০০ তবে কার্ডের সাহায্যে আরও কিছুটা অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে।

Vivo T3 Pro

আপনি যদি ক্যামেরার ব্যবহার বেশি করেন তাহলে Vivo T3 Pro নেওয়ার কথা ভাবতে পারেন। এই ফোনটিতে একদিকে যেমন 6.77″ ইঞ্চির AMOLED 120 Hz ডিসপ্লে রয়েছে, তেমনি 50MP ও 8MP এর ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে। এছাড়া প্রসেসর হিসাবে Snapgradon 7 Gen3 পাওয়া যাবে। সাথে 8GB Ram ও 128 GB বা 256 GB এর স্টোরেজ অপশনও পাওয়া যাবে। এর সাথে 5500 mAh এর বড় ব্যাটারি ও 80 Watt এর সুপারফাস্ট চার্জারও পাওয়া যাবে। অনলাইনে ২৫,০০০ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে ফোনটি।

Poco X6 Pro

যদি গেমিং করার জন্য স্মার্টফোন কিনতে চান তাহলে Poco X6 Pro অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন। ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K AMOLED 120Hz স্ক্রিন থাকছে। শুধু তাই নয়, প্রসেসর হিসাবে থাকবে Mediatek Dimensity 8300 Ultra, যেটাকে পাওয়ার দেব 5000 mAh এর দমদার ব্যাটারি। 64 MP, 8MP ও 2MP এর ত্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। বর্তমানে ফোনটির অনলাইনে দাম ২৫,০০০ টাকা তবে কার্ডের দরুন আরও কিছু ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।

সঙ্গে থাকুন ➥
X