Indiahood-nabobarsho

লাগবে না লাইসেন্স, রেজিস্ট্রেশন! মাত্র ৬০ হাজারে সেরা ইলেকট্রিক স্কুটার

Published on:

Ampere Reo 80

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন পেট্রোলের দাম আকাশছোঁয়া হচ্ছে। আর পকেটের কথা মাথায় রেখে অনেকেই এমন গাড়ি খুঁজছেন, যা সাশ্রয়ী, স্টাইলিশ এবং প্রতিদিনের কাজের জন্য সেরা বিকল্প। আর এই চাহিদের কথা মাথায় রেখেই জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক স্কুটার। কিন্তু অনেকেই মনে করছেন, দাম কম বলে হয়তো ফিচার্স কম পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু বাস্তবে এমনটা নয়। আপনি কি জানেন, মাত্র 60 হাজার টাকার মধ্যেও এমন স্কুটার পাওয়া যাচ্ছে, যেখানে ভরপুর সুবিধা মিলছে। হ্যাঁ, আমরা কথা বলছি Ampere Reo 80 স্কুটারটির কথা। সূত্র বলছে এই স্কুটারটি গ্রিভস ইলেকট্রিক মোবিলিটি ইন্ডিয়ার তৈরি বর্তমানে দেশের সেরা বাজেট ফ্রেন্ডলি বৈদ্যুতিক স্কুটার।

কেন কিনবেন Ampere Reo 80 স্কুটারটি?

আপনি যদি এমন একটি স্কুটারে খুঁজে থাকেন, যেখানে লাইসেন্স কিংবা RTO রেজিস্ট্রেশনের দরকার পড়বে না, তাহলে Ampere Reo 80 হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। এই স্কুটারটির এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 59,900 টাকা থেকে। আর এই স্কুটার চালাতে গেলে লাগবে না কোন ড্রাইভিং লাইসেন্স, লাগবে না কোন RTO অনুমোদন। সূত্র বলছে, এটি একবার চার্জ দিলেই 80 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। পাশাপাশি সর্বোচ্চ 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ ওঠে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মিলছে স্টাইল এবং আধুনিক ফিচার

Ampere Reo 80 স্কুটারটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই এর ফিচার রয়েছে ভরপুর। হ্যাঁ, এই স্কুটারে থাকছে রঙিন LCD ইনস্ট্রুমেন্ট কনসোল, যেখানে স্পিড, ব্যাটারি স্ট্যাটাস সহ আরো অনেক তথ্য দেখা যাবে। এমনকি চাবি ছাড়া স্টার্ট করার সুবিধাও দেওয়া হচ্ছে। পাশাপাশি সামনে ডিস্ক ব্রেক এবং অ্যালয় হুইল থাকছে, যা নিরাপত্তার দিক থেকে অনেকটাই সুরক্ষিত। রঙ নিয়ে যদি কথা বলি তাহলে স্কুটারটি কালো, লাল, নীল এবং সাদা রঙের ভ্যারিয়েন্টে বাজারে আসছে।

আরো কয়েকটি বিকল্প স্কুটার

যদিও Ampere Reo 80 খুবই জনপ্রিয়তা লাভ করছে দিনের পর দিন, তবে এই দামের মধ্যে আরও কিছু বাজেট ফ্রেন্ডলি স্কুটার রয়েছে, যেগুলিতেও মিলছে ভরপুর সুবিধা। হ্যাঁ, সেগুলি হল Komaki X One, Ola S1 Z, Zelio Little Gracy, Bounce Infinity E.1, Hero Electric Flash। তবে প্রতিযোগিতার বাজারে Ampere Reo 80 দাম, লাইসেন্স ছাড়া চলার সুবিধা এবং ফিচার্সের দিক থেকে এগিয়ে রয়েছে। 

আরও পড়ুনঃ TNT-র থেকেও ১৫ গুণ বেশি শক্তিশালী! হাইড্রোজেন বোমা বানিয়ে বিশ্বকে আতঙ্কে ফেলল চিন

তাই আপনি যদি কম খরচে স্টাইলিশ, স্মার্ট এবং ব্যবহারিক একটি ইলেকট্রিক স্কুটার খুঁজে থাকেন, তাহলে চোখ বন্ধ করে এই স্কুটারটিকে বেছে নিতে পারেন। কারন এতে নেই কোন লাইসেন্সের ঝামেলা, নেই RTO অনুমোদন। এমনকি একবার চার্জ দিলেই 80 কিলোমিটার নিশ্চিন্তে চালানো যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group