SIM, ইন্টারনেট ছাড়াই মোবাইলে চলবে ভিডিও! যুগান্তকারী প্রযুক্তি আনছে কেন্দ্র

Published on:

d2m

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন করে এক অসাধ্য সাধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ভারত সরকার এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছে যার ফলে আপনি ইন্টারনেট ছাড়াই আপনার মোবাইলে ভিডিও দেখতে পারবেন। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে ভারত সরকার ডিটুএম অর্থাৎ ডাইরেক্ট টু মোবাইল টেকনোলজি নিয়ে কাজ করছে।

সিম, ইন্টারনেট ছাড়াই চলবে ভিডিও

WhatsApp Community Join Now

আপনিও যদি দীর্ঘদিন ধরে মোবাইলে ইন্টারনেট ছাড়া ভিডিও দেখার স্বপ্ন দেখেন তবে আপনার স্বপ্ন শীঘ্রই পূরণ হতে চলেছে। এই সবই সম্ভব হতে চলেছে D2M দিয়ে। ডিটুএম সম্প্রচার প্রযুক্তি সম্পর্কে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। ডিটুএম প্রযুক্তির সাহায্যে ইন্টারনেট ছাড়াই মোবাইলে ভিডিও ও অন্যান্য মাল্টিমিডিয়া কনটেন্ট দেখা যাবে।

২০২৩ সালের জুনে, আইআইটি কানপুর, প্রসার ভারতী এবং টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় ‘ডি২এম’ সম্প্রচারের উপর একটি শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্র। এই প্রযুক্তি কী ভাবে কাজ করবে তা-ও ব্যাখ্যা করা হয়।

কেন্দ্রের বিরাট উপহার

অনেক শহরেই D2M ট্রায়াল চলছে। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডিএসটি) সচিব অভয় কারান্দিকর কয়েকদিন আগে এক বিবৃতিতে বলেছিলেন যে এটি পুরোপুরি চালু করার আগে আমাদের সমস্ত শহরে D2M ট্রায়াল করতে হবে। D2M একটি সরাসরি-থেকে-মোবাইল সম্প্রচার প্রযুক্তি যা ইন্টারনেটের প্রয়োজন হয় না। ডি টু এম এর সাহায্যে আপনি ইন্টারনেট ছাড়াই আপনার স্মার্টফোনে ভিডিও দেখতে পারেন। এটি অনেকটা Direct to Home (DTH) এর মত। এর বড় সুবিধা হল, ওইসব এলাকার ব্যবহারকারীরা ওটিটি অ্যাপেও ভিডিও দেখতে পারবেন, যেখানে ইন্টারনেট নেই।

এই প্রযুক্তিটি মোবাইল ব্যবহারকারীদের সক্রিয় ইন্টারনেট সংযোগ ছাড়াই স্মার্টফোনে ভিডিয়ো ‘স্ট্রিম’ করার সুযোগ দেবে। সবথেকে বড় কথা, এই ধরনের পরিষেবার প্রযুক্তি অনেকটা এফএম রেডিয়ো কিংবা ডিটিএইচ-এর মতো, যেখানে সরাসরি স্যাটেলাইট থেকে যন্ত্রে বার্তা পৌঁছয়। সেইসঙ্গে মোবাইল ফোনে সরাসরি সিগন্যাল পাঠানোর জন্য টেলিকমিউনিকেশন পরিকাঠামো এবং নির্দিষ্ট স্পেকট্রাম ব্যবহার কড়া হবে।

কেন্দ্রের বড় পরিকল্পনা

অনেকে ক্ষেত্রেই দেখা যায়, কোথাও গেলে নেটওয়ার্ক-এর সমস্যা হয়। তবে এই নতুন প্রযুক্তির মাধ্যমে সেসবকে বিদায় জানানো সম্ভব হবে। প্রযুক্তির জন্য সরকার ৪৭০-৫৮২ মেগাহার্জের স্পেকট্রাম সংরক্ষণ করবে। মোদী সরকার জানিয়েছে, দেশে আট থেকে ন’কোটি বাড়ি, যেখানে টিভি নেই, সেখানে এই ডিটুএম প্রযুক্তি টিভি দেখার সুযোগ করে দেবে।

সঙ্গে থাকুন ➥
X