সৌভিক মুখার্জী, কলকাতা: iPhone 17 বাজারে আসার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের নতুন অরেঞ্জ বা গেরুয়া রঙের মডেল। আর এবার সেই পথে হাঁটতে চলেছে Samsung। জানা যাচ্ছে, আগামী Samsung Galaxy S26 Ultra নাকি একদম নতুন গেরুয়া রঙে বাজারে আসবে। অর্থাৎ, এবার iPhone এর মতো গেরুয়া মডেল আনবে স্যামসাং।
নতুন রঙে নতুন আকর্ষণ
সাম্প্রতিক পাওয়া একটি রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় টিপস্টার Ice Universe সোশ্যাল মিডিয়া পোস্টারে তিনটি রঙের ছবি শেয়ার করেছিল। তার মধ্যে সবথেকে নজরকাড়া রংটি হল গেরুয়া, যা সাফরন শেডের মধ্যে পড়ছে। প্রসঙ্গত, বাকি দুটি রং হল সিলভার এবং টাইটানিয়াম। আর ছবিতে দেখা গিয়েছে, তিনটি ফোনের মধ্যে মাঝের উজ্জ্বল গেরুয়া ফোনটি সবথেকে আকর্ষণীয়। আর সেটি অনেকটা iPhone 17 এর মতো। বিশেষজ্ঞরা বলছে, ভারতের আইফোনের এই গেরুয়া রংয়ের চাহিদা দেখেই স্যামসাং এবার একই পথে হাঁটতে চলেছে।
Alleged colors of the Samsung Galaxy S26 Ultra
Atp i won’t be surprised if it makes it to the final version pic.twitter.com/p8YOC0wGgD
— Noah Cat (@Cartidise) October 8, 2025
এদিকে ছবিটা দেখা গিয়েছে, Samsung Galaxy S26 Ultra এর কোণাগুলি আগের মডেলের তুলনায় কিছুটা গোলাকার। আর এর ফলে ফোনটি হাতে ধরাও অনেক আরামদায় হতে পারে এবং দীর্ঘক্ষণ ব্যবহার করলেও কোনওরকম সমস্যা হবে না। উল্লেখ্য, Samsung ক্যামেরা মডেল ও ডিজাইনেও কিছু পরিবর্তন এনেছে। আর এবার তিনটি লেন্স একটি ইউনিফাইড মডিউলের মধ্যে দেওয়া থাকছে, যা ফোনের পেছন দিক থেকে আরও প্রিমিয়াম লুক দেবে।
200 মেগাপিক্সেলের ক্যামেরা
রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে, Samsung Galaxy S26 Ultra ফোনটিতে এবার 200 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকতে পারে, যা আগেরতুলনায় আরও উন্নত। আর প্রসেসর হিসেবে দেওয়া হবে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, যা গেমিং এবং হাইপারফরম্যান্সের পক্ষে কার্যকর হতে চলেছে।
আরও পড়ুনঃ ব্যাঙ্কে জিরো ব্যালেন্স থাকলেও করা যাবে UPI পেমেন্ট, জানুন প্রসেস
তবে Samsung এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ফোনের লঞ্চ হওয়ার কোনও তারিখ ঘোষণা করেনি। তবে মনে করা হচ্ছে, 2026 সালের শুরু নাগাদ এই ফোনটি লঞ্চ হতে পারে। আর সবথেকে প্রিমিয়াম মডেল হতে পারে Galaxy S26 Ultra।