বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। সেই মতোই, শনিবার ওড়িশা থেকে ভারতের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL এর 4G পরিষেবার (BSNL 4G Service) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সঞ্চার নিগম লিমিটেডের নতুন যাত্রায় উন্নত 4G নেটওয়ার্কের সুবিধা পৌঁছে যাবে দেশের প্রায় 98,000 এলাকায়। এ প্রসঙ্গে, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাফ জানিয়েছেন, BSNL-ই প্রথম সংস্থা, যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে গ্রাহকদের 4G পরিষেবা দেবে।
4G পরিষেবার পেছনে কত খরচ হয়েছে সরকারি সংস্থাটির?
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারত সঞ্চার নিগম লিমিটেডের 4G পরিষেবার নেপথ্যে রয়েছে তেজস নেটওয়ার্ক, TCS এবং সি ডট। না বললেই নয়, ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio, Airtel এমনকি Vi যেখানে ভারতে 5G হাইস্পিড পরিষেবা চালাচ্ছে, সেই পর্বে দাঁড়িয়ে 4G পরিষেবা চালু করতে সংস্থাটির খরচ হয়েছে প্রায় 37,000 কোটি টাকা।
জানা গিয়েছে, 4G পরিষেবা চালু করার পাশাপাশি সংস্থাটির লক্ষ্য, দেশের অন্তত 27 হাজার প্রত্যন্ত গ্রামে BSNL 4G পরিষেবা পৌঁছে দেওয়া। বলে রাখি, BSNL এর 4G টাওয়ারগুলির মধ্যে রয়েছে কলকাতা সার্কেলের অন্তত 1600 টাওয়ার এবং পশ্চিমবঙ্গের বাকি অংশের জন্য 2 হাজার 148টি টাওয়ার। সংস্থাটির CMD রবার্ট রবি বললেন, সংস্থা 25 বছরে 4G পরিষেবা চালু করছে। যার নেপথ্যে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি।
4G পরিষেবা চালু করায় গ্রাহকদের মধ্যে কতটা সারা ফেলবে BSNL?
অন্যান্য টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি যেখানে গ্রাহকদের হাইস্পিড 5G পরিষেবা দিচ্ছে, সেই পর্বে BSNL এর 4G পরিষেবা ভারতীয় গ্রাহকদের মধ্যে কতটা সারা ফেলবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, একটা সময়ে দুর্বল নেটওয়ার্কের কারণে 9 কোটি গ্রাহকের অনেককেই হারিয়েছিল BSNL। তবে সম্প্রতি তাদের মধ্যে একটা বড় অংশ আবার পুরনো অপারেটরেই ফিরে আসছেন। ফলে, 4G পরিষেবা চালু হওয়ার পর তা সাধারন মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন থাকলেও BSNL কিন্তু নিজেদের পরিষেবা নিয়ে আত্মবিশ্বাসী।
অবশ্যই পড়ুন: ষষ্ঠীর দিন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল, কীভাবে ফ্রিতে দেখবেন এই ম্যাচ?
উল্লেখ্য, কেন্দ্রের টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য দাবি করেছেন, BSNL তাদের 4G সিম কার্ডগুলি এমনভাবে ডিজাইন করেছে যে, আগামীতে গ্রাহকরা খুব সহজেই নিজেদের 4G সিমটিকে 5G তে আপগ্রেড করে নিতে পারবেন। এদিকে সংস্থাটি জানিয়েছে, 4G পরিষেবা চালু হওয়ার সাথে সাথেই সাপোর্টেড ডিভাইস ব্যবহারকারীরা নেটওয়ার্কের তাৎক্ষণিক অ্যাক্সেস পেয়ে যাবেন। বলা বাহুল্য, BSNL এর গ্রাহক সেবা কেন্দ্রে e KYC করিয়ে অথবা রিটেল বিক্রেতার কাছ থেকে 4G সিম কিনতে পারবেন গ্রাহকরা।