কীভাবে নিজের ফোনে অ্যাকটিভ করবেন BSNL 4G? জানুন ধাপে ধাপে

Published:

BSNL 4G service you can active 4g network by this method

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শনিবারই যাত্রা শুরু করেছে BSNL 4G। দেশের প্রায় 98,000 এলাকায় 4G পরিষেবা প্রদান করবে ভারত সঞ্চার নিগম লিমিটেড। বিশেষজ্ঞরা বলছেন, BSNL 4G পরিষেবার হাত ধরে গ্রাহকরা 50mbps পর্যন্ত ইন্টারনেটের গতি উপভোগ করতে পারবেন। কিন্তু কীভাবে অ্যাকটিভ করবেন BSNL এর 4G নেটওয়ার্ক? জেনে নিন।

কীভাবে BSNL 4G অ্যাকটিভ করবেন?

প্রথমেই বলি, যদি আপনার কাছে ইতিমধ্যেই BSNL এর 4G সিম থেকে থাকে, তবে বেশ কিছু সেটিংস চেঞ্জ করে নিলেই 4G পরিষেবা পুরোপুরি চালু হয়ে যাবে।

  • এর জন্য প্রথমেই, নিজের স্মার্টফোনটিকে বন্ধ করে নিন।
  • সুইচ অফ হয়ে গেলে ফোন থেকে BSNL 4G সিমটি বের করে পুনরায় সেট করুন।
  • এরপর ফোনের সুইচ অন করে কিছুক্ষণ রেখে দিন।
  • পরবর্তী ধাপে, ফোনের সেটিংস থেকে BSNL এর 4G পরিষেবা (4G/LTE) বেছে নিলেই 4G নেটওয়ার্ক অ্যাকটিভ হয়ে যাবে।

বলা বাহুল্য, ইন্টারনেট এবং ডেটা উভয় ক্ষেত্রেই BSNL 4G ব্যবহার করতে, মোবাইল নেটওয়ার্ক সেটিংস থেকেই ভয়েস কল অপশনে BSNL 4G এবং ইন্টারনেট বা ডেটা অপশনে গিয়ে BSNL 4G সিলেক্ট করে নিন। মনে করিয়ে দিই, একেবারে নির্ঝঞ্ঝাটে BSNL এর 4G হাইস্পিড ডেটা পেতে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে গিয়ে 5G/4G/3G/2G অটো অপশন নির্বাচন করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সর্বত্র BSNL 4G পরিষেবা পেতে মোবাইল নেটওয়ার্ক সেটিংস থেকে রোমিং অপশনটি অন করে রাখুন।

উল্লেখ্য, মোবাইল নেটওয়ার্ক সেটিংস থেকে অটো অপশন ক্লিক করার পরও যদি BSNL 4G নেটওয়ার্ক না আসে কিংবা সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট নম্বরে কল করে ভারত সঞ্চার নিগম লিমিটেডের গ্রাহক সেবা প্রতিনিধির সাথে কথা বলতে পারেন। আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার। আপনার কাছে যদি BSNL এর 3G সিম থেকে থাকে, তবে ACTVOLTE টাইপ করে সেটা 53733 নম্বরে পাঠিয়ে নিজের সিমটিকে 4G তে আপগ্রেড করে নিতে পারেন।

অবশ্যই পড়ুন: ট্রেনে করে সোজা ভুটান! ৬৯ কিমির কোকরাঝাড়-গেলেফু রেল প্রকল্প নিয়ে বড় আপডেট

কীভাবে BSNL 4G সিম পাওয়া যাবে?

রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL এর 4G সিম পেতে হলে সংস্থাটির স্থানীয় গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে গ্রাহকদের। সেখান থেকেই, e KYC এর মাধ্যমে নিজের প্রয়োজনীয় ডকুমেন্ট দেখিয়ে BSNL 4G সিম পেয়ে যাবেন আপনারা। তাছাড়াও রিটেল বিক্রেতার কাছ থেকে অথবা অনলাইনেই BSNL 4G সিম কিনতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥