Jio, Airtel-র দিন শেষ! ২০২৫ এই আসছে BSNL 5G, ঘোষণায় চাপে আম্বানি, মিত্তলরা

Published on:

bsnl jio airtel

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে গাদা গুচ্ছের টাকা খরচ করতে হচ্ছে গ্রাহকদের। টেলিকম সংস্থায় ট্যারিফ প্ল্যান বৃদ্ধির ফলে আগের রিচার্জ প্ল্যানের তুলনায় বর্তমানে ৭০-৮০ টাকা বেশি দিচ্ছে হচ্ছে গ্রাহকদের। তাই মূল্যবৃদ্ধির চাপ থেকে রেহাই পেতে সরকারি টেলিকম অপারেটর BSNL এর দিকে ঝুঁকছেন লাখ লাখ গ্রাহক। Jio, Airtel ও Vi এর মত বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানে দাম বাড়ানোর পর থেকেই BSNL এ পোর্ট করার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

BSNL এর 5G পরিষেবা!

তবে এবার BSNL ইউজাররাখুব শীঘ্রই ৫ জি পরিষেবা উপহার পেতে চলেছেন। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিজেই ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৫ জি পরিষেবা চালু করার নির্দিষ্ট সময় সম্পর্কে একটি বড় আপডেট সামনে এনেছেন। একেতেই গ্রাহকের হাতছানি তার উপর সরকারী টেলিকম সংস্থার ৫ জি পরিষেবা কালঘাম ছুটিয়েছে। এবার চিন্তা আরও বাড়ল রিলায়েন্সের। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

BSNL ৫ জি পরিষেবা নিয়ে বড় আপডেট

এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, দ্রুতগতিতে গোটা দেশে সরকারি টেলিকম সংস্থা ৫ জি নেটওয়ার্কের কাজ চলছে। আত্মনির্ভর ভারতের দিকে আরও একধাপ এগিয়ে যাচ্ছে BSNL। নেটওয়ার্ক প্রোভাইডাররা গ্রাহকদের দ্রুত ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক দিতে গ্রাহকদের নানা পরিষেবা প্রদান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বছর, ২০২৫ সালেই 5G পরিষেবা আনছে BSNL। ”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এছাড়াও তিনি বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে BSNL এর 4G পরিষেবা চালু হয়েছিল। এখনও পর্যন্ত ৫০ হাজারেরও বেশি 4G সাইট ইনস্টল করা হয়েছে। এরমধ্যে ৪১ হাজারের বেশি সাইট চালু রয়েছে। এবার পালা ৫ জি পরিষেবার।” সংসদে তিনি রীতিমত BSNL এর ৫ জি নেটওয়ার্ক ব্যবহার করে ভিডিয়ো কল করেও দেখান। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে মনোবল বাড়বে সংস্থার। পরিষেবা উন্নত করার লক্ষ্যে আরও সাহস পাবে তারা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group