৬ থেকে ৮ মাসের মধ্যেই 5G পরিষেবা লঞ্চ করবে BSNL

Published:

BSNL 5G Service will upgrade from 4g within 6 to 8 months
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশজুড়ে 4G পরিষেবা চালু করেছে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL। তবে সেখানেই থেমে থাকেনি সংস্থাটি। 4G পরিষেবার পাশাপাশি ই সিম পরিষেবাও চালু করে দিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার চালু হতে চলেছে বহু অপেক্ষিত BSNL 5G পরিষেবা (BSNL 5G Service)। হ্যাঁ, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিশ্চিত করেছেন, BSNL আগামী 6 থেকে 8 মাসের মধ্যেই তাদের 4G টাওয়ার গুলিকে 5G তে আপগ্রেড করবে।

প্রথমে 5G পরিষেবা চালু হবে দিল্লি এবং মুম্বইতে

সম্প্রতি, দেশের অন্তত 98,000 এলাকায় 4G পরিষেবা চালু করার পর ভারত সরকারের টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে দিল্লি এবং মুম্বইয়ে চালু হয়ে যেতে পারে 5G পরিষেবা। আশা করা যাচ্ছে, ডিসেম্বরে দেশের দুই বড় শহরে 5G পরিষেবা চালু হয়ে গেলেই ধীরে ধীরে গোটা দেশজুড়ে এই বিশেষ পরিষেবা চালু করবে BSNL।

এ প্রসঙ্গে, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাফ জানিয়েছেন, ‘ভারতে BSNL যে 4G পরিষেবা চালু করেছে তার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি নির্ভর। ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের 4G নেটওয়ার্ক তৈরি করেছে মূলত সি-ডিওটি, তেজস নেটওয়ার্ক এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেসের হাত ধরে। এভাবেই ভারত বিশ্বের পাঁচটি দেশের মধ্যে একটি হয়ে উঠেছে, যারা দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করে টেলিকম নেটওয়ার্ক তৈরি করেছে।’

কেন্দ্রীয় মন্ত্রীর মতে, ‘সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে এত দ্রুত 4G পরিষেবা চালু করাটা BSNL এর পক্ষে মোটেই সহজ ছিল না। এর জন্য সংস্থাটি বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছিল। মাত্র 22 মাসের মধ্যেই আমরা আমাদের মূল সফটওয়্যার, রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক এবং টিসিএস এ ভারতীয় সিস্টেম ইন্টাররেটর তৈরি করেছি।’

 

অবশ্যই পড়ুন: গুজরাটে থানার ভেতরে নাবালকের উপর অমানবিক অত্যাচার! ভাইরাল ভিডিও

প্রসঙ্গত, 4G পরিষেবার পর দেশীয় প্রযুক্তি নির্ভর BSNL 5G পরিষেবা চালু হয়ে গেলে আত্মনির্ভর ভারতের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একাধিক রিপোর্ট যা বলছে তাতে, আগামী 8 মাসির মধ্যেই ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের 4G টাওয়ারগুলিকে 5G তে কনভার্ট করতে মরিয়া।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join