৯১ টাকায় ৯০ দিন, দুর্দান্ত প্ল্যান আনল BSNL! বাজার শেষ হবে Jio, Airtel-র

Published on:

bsnl 91 rupee plan

শ্বেতা মিত্র, কলকাতাঃ Jio, Airtel থেকে শুরু করে ভোডাফোন-আইডিয়ার মতো কোম্পানির রাতের ঘুম কাড়তে ফের একবার বড় চমক দিল বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। একদিকে যখন কিছু জায়গায় BSNL নিজেদের 3G পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে তখন নতুন করে আরও বড় চমক দিল সরকারি এই টেলিকম সংস্থাটি। এবার মাত্র ১০০ টাকারও কমে এবং বেশিদিনের ভ্যালেডিটি সমৃদ্ধ রিচার্জ প্ল্যান আনল BSNL। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যদিও আপনার প্রশ্ন উঠতেই পারে যে এই প্ল্যানটি থেকে আপনি কতটা লাভবান হবে। আর সেটা জানতে চোখ রাখতে হবে আজকের এই প্রতিবেদনটির ওপর।

বড় চমক দিল BSNL

WhatsApp Community Join Now

বর্তমান সময়ে বিএসএনএল-এর কম খরচের প্ল্যান মানুষকে আরও বেশি করে যেন আকৃষ্ট করছে। বেসরকারি কোম্পানির রিচার্জ ব্যয়বহুল। অনেক কিছু করেও গ্রাহকদের যেন মন পাচ্ছে না। তবে এরই মধ্যে বিএসএনএল গ্রাহক সংখ্যা বাড়িয়েছে। বিএসএনএল নতুন প্ল্যান লঞ্চ করেছে। তার মধ্যে ৯১ টাকার রিচার্জ প্ল্যানটি নজর কাড়ছে সকলের। দাম কম হলেও এর সুবিধাগুলি দ্বিগুণ।

একবার রিচার্জ করলে টানা ৩ মাস রিচার্জ নিয়ে চিন্তা করবেন না। এর বৈধতা ৯০ দিন। যাঁদের দ্বিতীয় অপশন হিসেবে বিএসএনএল সিম রয়েছে, তাঁদের জন্য এই নির্দেশ। সিম সচল রাখার জন্য আপনাকে ব্যয়বহুল রিচার্জ করতে হবে না। ৯১ টাকার রিচার্জে গ্রাহকরা ৩ মাস ইনকামিং কল, মেসেজ করার মতো সুবিধা পেয়ে যাবেন।

বিএসএনএল-এর ৯১ টাকার প্ল্যান

এখানে জানিয়ে রাখি, এই প্ল্যানে কোনও ডেটা অথবা টকটাইম নেই। এটি কেবল সিম সচল রাখার জন্য। বিশেষ বিষয় হচ্ছে অ্যাড অন ডাটা, টক টাইম প্যাকগুলো কম দামে পাওয়া যাবে। এতে সিম সচল থাকবে এবং ডেটার মতো ফিচারও পাওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥
X