Jio, Airtel-কে টেক্কা! BSNL-র ৮০ দিনের আনলিমিটেড প্ল্যানে ডবল লাভ গ্রাহকদের

Published on:

BSNL Best Recharge Plan

প্রীতি পোদ্দার, কলকাতা: ট্যারিফ প্ল্যান বৃদ্ধির পরে গ্রাহকদের রিচার্জ সংক্রান্ত নানা সমস্যা বেড়েই চলেছে। অতিরিক্ত দামে মাসের পর মাস রিচার্জ করা রীতিমত আতঙ্কের কারণ হয়ে উঠেছে। আর এই আবহে এবার সরকারি টেলিকম কোম্পানি BSNL তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত এক রিচার্জ প্ল্যান (BSNL Best Recharge Plan)। যেটি কিনা 500 টাকারও অনেক কম। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

বেসরকারি টেলিকমকে টেক্কা দিল BSNL!

বেসরকারি টেলিকম সংস্থা যেমন Jio, Airtel এবং Vi গুলির রিচার্জ প্ল্যান ব্যয়বহুল হওয়ার পরে, বিএসএনএল একের পর এক সস্তার প্ল্যান চালু করেছে গ্রাহক আকর্ষণের জন্য। জানা গিয়েছে,ভারতবর্ষের সমস্ত BSNL ইউজারেরাই 485 টাকার এই রিচার্জ প্ল্যান ব্যবহার করতে পারবেন। লম্বা ভ্যালিডিটির এই প্ল্যানে ডেলি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও মেলে। তাই দেরি না করে আজই BSNL এর এই রিচার্জ প্ল্যানটি চালু করে দিন আপনার মোবাইলে।

মিলবে 160 GB ডেটা

আগে এই রিচার্জ প্ল্যানে কোম্পানির তরফে 80 দিনের বৈধতা দেওয়া হত। কিন্তু এখন 485 টাকার এই প্ল্যান 80 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। তবে বৈধতা 2 দিন কমানো হলেও এই প্ল্যানের ডেটা বাড়ানো হয়েছে। আগে যেখানে প্রতিদিন 1.5GB হাই স্পিড ডেটা অফার করা হত গ্রাহকদের, এখন এই প্ল্যানে প্রতিদিন 2GB হাই স্পিড ডেটার সুবিধা দেওয়া হয়ে থাকে।

অর্থাৎ 82 দিনে যেখানে মোট 123GB হাই স্পিড ডেটা পাওয়া যেত, এখন সেখানে এই প্ল্যানে গ্রাহকরা পাবেন 160 GB ডেটা। সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন: 500 টাকার কমে প্রতিদিন 2GB ডেটা সহ একাধিক সুবিধা, দারুণ অফার Jio-র

উল্লেখ্য অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থা যেখানে 500 টাকার কমে রিচার্জ প্ল্যান অফার করলেও খুব একটা সুবিধা প্রদান করে না, সেখানে BSNL কোটি কোটি ইউজারদের জন্য 485 টাকার রিচার্জ প্ল্যানে আকর্ষণীয় সুবিধা তুলে ধরেছে। জানা গিয়েছে এই প্ল্যানটি প্রতিটি এলাকায় যেখানে BSNL কোম্পানির পরিষেবা পাওয়া যায় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এর পাশাপাশি, ব্যবহারকারীরা বিএসএনএলের বিআইটিভি পরিষেবাও পাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥