শ্বেতা মিত্র, কলকাতাঃ দেশের প্রথম সারি টেলিকম কোম্পানিগুলো হল ভোডাফোন-আইডিয়া, রিলায়েন্স Jio, Airtel। দীর্ঘ বিগত কয়েক বছর ধরে সাধারণ মানুষের ভরসার অন্যতম পাত্র হয়ে উঠেছে টেলিকম কোম্পানিগুলি। যদিও এই Jio, এয়ারটেলের বাজার উর্দ্ধমুখী হওয়ার চক্করে BSNL কোম্পানির বাজার অনেকটাই খারাপের দিকে গিয়েছে। তবে আর নয়। আগামী কিছু সময়ের মধ্যে এই BSNL- ও বাজারে জাঁকিয়ে বসতে 4G, 5G পরিষেবা শুরু করারে তোড়জোড় শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, এবার এই উৎসবের আবহে বিএসএনএল এমন এক চমক দিল যার পরে চিন্তায় পড়তে পারে Jio থেকে শুরু করে Airtel, Vi- র মতো একেরে পর এক কোম্পানি। আসলে বিএসএনএল এবার এমন একটি পরিষেবা আনছে যার পরে গ্রাহকরা বিনা কোনও সিম কার্ড ছাড়াই যাকে ইচ্ছা তাঁকে কল করতে পারবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।
SIM কার্ড ছাড়াই কল BSNL-এ
জানা গিয়েছে, সরকারি টেলিকম সংস্থা BSNL এবার নয়া প্রযুক্তিতে সিমকার্ড ছাড়াই কল করতে পারবেন ব্যবহারকারীরা। এর জন্য গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশন ফার্ম, Viasat-এর সঙ্গে হাত মেলাচ্ছে তারা। ভিস্যাটের সহযোগিতায় ডিরেক্ট-টু-ডিভাইস (D2D) প্রযুক্তি আনতে চলেছে বিএসএনএল। ইতিমধ্যেই এই নয়া প্রযুক্তির ট্রায়াল অবধি সম্পন্ন হয়েছে। ফলে সেদিন হয়তো আর বেশি দিন দূরে নেই যখন সিম কার্ড ছাড়াই গ্রাহকরা অন্য কাউকে ফোন করতে পারবেন। স্বাভাবিকভাবে বিএসএনএ-এর নতুন পরিষেবার জেরে পড়তে চলেছে জিও থেকে শুরু করে এয়ারটেলের মতো প্রথম সারির টেলিকম কোম্পানিগুলি।
নেটওয়ার্ক ছাড়াই অডিও এবং ভিডিও কল করতে পারবেন। নতুন প্রযুক্তিটি অ্যান্ড্রয়েড এবং আইওএস স্মার্টফোনের পাশাপাশি স্মার্টওয়াচ এবং বাজারে উপলব্ধ অন্যান্য স্মার্ট ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে বা নেটওয়ার্ক বিভ্রাটের সময়ও নিরবচ্ছিন্ন সংযোগ সরবরাহ করা।
Direct-to-Device কী?
এখন আপনার মাথাতেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে Direct-to-Device জিনিসটি কী? ভায়াস্যাটের মতে, ডাইরেক্ট-টু-ডিভাইস সংযোগ একটি বৈপ্লবিক প্রযুক্তি যা মোবাইল ফোন, স্মার্টওয়াচ এবং এমনকি গাড়িগুলিকে সরাসরি স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে সক্ষম করে। প্রযুক্তিটি ব্যক্তিগত এবং ডিভাইস উভয় যোগাযোগকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে, অবস্থান নির্বিশেষে নির্ভরযোগ্য সংযোগ সরবরাহ করে।
ডাইরেক্ট-টু-ডিভাইস পরিষেবাটি স্যাটেলাইট যোগাযোগের উপর ভিত্তি করে তৈরি, যা ডিভাইসগুলিকে মোবাইল টাওয়ার বা তারযুক্ত সংযোগ ছাড়াই সরাসরি সংযোগ করতে সক্ষম করে। অর্থাৎ কোনো মোবাইল টাওয়ারের দরকার পড়বে না। একদম স্যাটেলাইট ফোনের মতো এই নতুন প্রযুক্তি স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং অন্যান্য স্মার্ট গ্যাজেটগুলির মধ্যে যোগাযোগ সহজ করবে।
ট্রায়াল করল BSNL, Viasat
ইতিমধ্যেই বিএসএনএল ও ভায়াস্যাটের ট্রায়াল সম্পন্ন হয়েছে।বিএসএনএল এবং ভায়াস্যাট নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক (এনটিএন) সংযোগ ব্যবহার করে বাণিজ্যিক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দ্বিমুখী মেসেজিং এবং এসওএস মেসেজিং সফলভাবে পরীক্ষা করেছে। পরীক্ষায় ৩৬ হাজার কিলোমিটার দূরে অবস্থিত স্যাটেলাইট ব্যবহার করে ফোন কল অবধি করতে সক্ষম হয়েছে দুই কোম্পানি।