সস্তাতেই বাজিমাত! 4G VoLTE পরিষেবা শুরু BSNL-র, এভাবে অ্যাকটিভ করুন আপনার SIM

Published on:

BSNL launhes 4G VoLTE services see How to Apply for Your SIM Card

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে টেলিকম বাজারে Jio, Airtel-কে টেক্কা দিয়ে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। বাকিরা যেখানে রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে ব্যস্ত সেখানে BSNL এর দাম একই রয়েছে। উল্টে আরও সস্তার প্ল্যান লঞ্চ হচ্ছে। তবে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযযোগ ছিল সস্তায় রিচার্জ থাকলেও 4G সার্ভিস পাওয়া যায় না সর্বত্র। ইতিমধ্যেই এই সমস্যার সমাধানের জন্য গোটা দেশের কয়েক হাজার টাওয়ার নির্মাণের কাজ চলছে। তবে তারই মাঝেই এল এক দারুণ সুখবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

4G VoLTE সার্ভিস লঞ্চ করল BSNL

ফোনে কথা বলার সময় যাতে আরও পরিষ্কারভাবে কথাবার্তা শোনা যায় তার জন্য হাই ডেফিনেশন 4G কলিং সার্ভিস ব্যবহার করা হয়। এই টেকনোলজিজেই 4G VoLTE বলা হয়। এতদিন জিও, এয়ারটেল ও ভিআই এর সিমে এই পরিষেবা চালু ছিল। তবে এবার বিএসএনএল গ্রাহকেরাও এই সুবিধা উপভোগ করতে পারবেন।

কীভাবে আপনার BSNL নাম্বারে চালু করবেন VoLTE?

আপনি যদি একজন BSNL সিম ব্যবহারকারী হন তাহলে আপনাকে নিজের ফোন থেকে ‘ACTVOLTE’ লিখে 53733 এই নাম্বারে মেসেজ পাঠিয়ে দিতে হবে। তাহলেই আপনার সিমকার্ডের জন্য VoLTE পরিষেবা শুরু হয়ে যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে, এক্ষেত্রে মনে রাখতে হবে এই পরিষেবা শুধুমাত্র 4G ও 5G নেটওয়ার্কের ক্ষেত্রেই কাজ করবে। আপনি যদি 2G বা 3G সিমকার্ড ব্যবহার করেন তাহলে যেমন এই সুবিধা পাবেন না, তেমনি যদি আপনার এলাকায় 4G নেটওয়ার্ক না থাকে তাহলেও এই ফিচার্স কাজে আসবে না।

জোরকদমে চলছে নেটওয়ার্ক আপগ্রেডেশনের কাজ

গোটা দেশে 4G সার্ভিস চালুর জন্য জোর কদমে কাজ চলছে। আগামী বছর পুজোর আগেই সম্ভবত গোটা দেশে 4G পরিষেবা চালু হয়ে যেতে পারে। এমনকি 4G এর কাজ শেষ হলেই খুব শীঘ্রই 5G সার্ভিসও লঞ্চ করা হবে বলে খবর মিলেছে।

bsnl 4g volte services

প্রসঙ্গত, সস্তায় লম্বা ভ্যালিডিটি দেওয়ার কারণে অনেকেই অন্যান্য কোম্পানি থেকে পোর্ট করে BSNL এ চলে এসেছেন। তবে নেটওয়ার্কের কারণে অনেকেই অভিযোগ জানাচ্ছেন। আশা করা হচ্ছে দেশজুড়ে 4G VoLTE পরিষেবা চালু হয়ে গেলে এই সমস্যার সমাধান হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group