৬ টাকায় আনলিমিটেড কল, 2GB ডেটা! Airtel, Jio-কে টেক্কা দিয়ে ধামাকা অফার BSNL-র

Published on:

bsnl

শ্বেতা মিত্র, কলকাতাঃ দেশের বড় বড় টেলিকম কোম্পানিগুলিকে ক্লিনবোল্ড করেই চলেছে বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। ফ্রি ইন্টারনেট পরিষেবার পর এবার BSNL এমন এক ঘোষণা করেছে যারপরে নতুন করে বিপাকে পড়তে পারে Jio, Airtel থেকে শুরু করে  Vi -এর মতো সংস্থা। বিএসএনএল এমন একটি রিচার্জ প্ল্যান এনেছে যেটি সম্পর্কে শুনলে চমকে উঠবেন আপনিও। বলা হচ্ছে, বিএসএনএল যে প্ল্যান চালু করেছে তা বাকি সংস্থাগুলির থেকে আলাদা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

BSNL-এর নতুন প্ল্যান

জানা যাচ্ছে, এই প্ল্যানের বৈধতা ১৩ মাস, বাকি সংস্থাগুলি ১২ মাসের বৈধতা সহ প্ল্যানগুলি অফার করে। যাইহোক, বিএসএনএল ৩৯৫ দিনের প্ল্যান লঞ্চ করেছে, যার দাম ২,৩৯৯ টাকা। এই টাকাটা এক ধাক্কায় আপনার অনেকটাই হয়তো মনে হতে পারে। তবে যদি হিসেব করে দেখেন সেক্ষেত্রে এটি প্রতিদিন প্রায় ৬ টাকা, যা বেশ সস্তা।

২৩৯৯ টাকার এই প্ল্যানে আপনি প্রতিদিন 2GB করে হাই-স্পিড ডেটা পাবেন, যা ৩৯৫ দিনে মোট 790GB। এর পাশাপাশি এই প্ল্যানে প্রতিদিন ১০০টি করে এসএমএস পরিষেবা পাওয়া যাবে। দীর্ঘ বৈধতার জন্য এই পরিকল্পনাটি আরও ভাল বিকল্প হতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দীর্ঘ মেয়াদের জন্যও এই প্ল্যানটি সেরা

আপনি যদি বিএসএনএলের দীর্ঘ বৈধতা সম্পন্ন প্ল্যান খুঁজে থাকেন তবে আপনি বিএসএনএল এর ৭৯৯ টাকার প্ল্যানটি দেখতে পারেন। এই প্ল্যানে আপনি পুরো ৩৬৫ দিনের ভ্যালেডিটি পাবেন অর্থাৎ আপনি আপনার বিএসএনএল সিমটি পুরো ১ বছরের জন্য সক্রিয় রাখতে পারবেন। প্রতি মাসে রিচার্জ করার হাত থেকে রেহাই পেয়ে যাবেন। এই প্ল্যানে আপনি প্রথম ৬০ দিন প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group