বাম্পার সুবিধা পাবেন গ্রাহকরা! BSNL-র ৯৯ টাকার প্ল্যান বাড়াল Jio, Airtel এর চিন্তা

Published on:

bsnl 99 rupee plan

শ্বেতা মিত্র, কলকাতা: দেশের কোটি কোটি ফোন ব্যবহারকারীকে বিরাট চমক দিল BSNL। সেইসঙ্গে দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলির রাতের ঘুম উড়িয়ে দিল এই সরকারি টেলিকম সংস্থার একটি প্ল্যান। এই প্ল্যানটির দাম আবার কিনা মাত্র ৯৯ টাকা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। ব্যয়বহুল রিচার্জ প্ল্যানে বিপাকে পড়া লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারীকে দারুণ স্বস্তি দিয়েছে বিএসএনএল। BSNL ৯৯ টাকার প্ল্যান অফার করছে সকলকে। গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং সুবিধা পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় চমক BSNL-এর

TRAI-র আদেশের পরে, বেসরকারী টেলিকম সংস্থাগুলি এখন তাদের গ্রাহকদের জন্য সস্তা ভয়েস-অনলি প্ল্যান চালু করছে, যখন বিএসএনএল ইতিমধ্যে সাশ্রয়ী মূল্যের ভয়েস প্ল্যান উপলব্ধ করেছে। গ্রাহকদের আকৃষ্ট করতে বেসরকারি সংস্থাগুলি সস্তা ভয়েস-অনলি প্ল্যান চালু করলেও বিএসএনএলের সাশ্রয়ী প্ল্যান সবার টেনশন বাড়িয়ে দিয়েছে। অন্যান্য টেলিকম সংস্থাগুলি যেখানে ভয়েস অনলি প্ল্যানের জন্যও মোটা টাকা আদায় করছে সেখানে বিএসএনএল দিচ্ছে মাত্র ৯৯ টাকায়।

BSNL-র ৯৯ টাকার প্ল্যান

বিএসএনএলের পোর্টফোলিওতে রয়েছে ৯৯ টাকার সস্তা রিচার্জ প্ল্যান। বিশেষ বিষয় হলো, সরকারি কোম্পানি এমন সব ডিলের অফার দিচ্ছে যার জন্য প্রাইভেট কোম্পানিগুলো অনেক টাকা চার্জ করে। অথচ ৯৯ টাকার এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দিচ্ছে বিএসএনএল। এটি বিএসএনএলের সবচেয়ে সস্তা ভয়েস-অনলি প্ল্যান। এই সস্তার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা ১৭ দিনের মোট ভ্যালেডিটি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি ১৭ দিনের জন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কল করতে পারেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ চাপ পড়তেই বাপ বাপ! নয়া নিয়ম আসতেই একধাক্কায় রিচার্জের দাম কমাল Airtel-Jio

তবে বিএসএনএল এই রিচার্জ প্ল্যানে ডেটা এবং এসএমএস সুবিধা সরবরাহ করে না। আপনার যদি ডেটা এবং এসএমএসের প্রয়োজন না হয় তবে আপনি এই রিচার্জ প্ল্যানটি অনায়াসেই বেছে নিতে পারেন। যারা বিএসএনএলকে সেকেন্ডারি সিম হিসাবে ব্যবহার করতে চান বা সিম সচল রাখতে চান তাদের জন্যও এই প্ল্যানটি লাইফ সেভিং হতে পারে।

TRAI -এর কড়া নির্দেশ

উল্লেখ্য, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) সম্প্রতি টেলিকম সংস্থাগুলিকে ডেটা ছাড়াই সস্তা প্ল্যান চালু করার নির্দেশ দিয়েছে। বেসরকারি সংস্থাগুলি কেবল ভয়েস এবং এসএমএস প্ল্যান চালু করার পরে, বিএসএনএল একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে। বিএসএনএল গ্রাহকদের জন্য তার তালিকায় ৪৩৯ টাকার ভয়েস এবং এসএমএস প্ল্যান যুক্ত করেছে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group