একদম ফ্রিতে ইন্টারনেট! বছর শেষে Jio, Airtel-র ঘুম উড়িয়ে বড় ঘোষণা BSNL-র

Published on:

bsnl

শ্বেতা মিত্র, কলকাতাঃ বছর শেষ হওয়ার আগে এবার দুর্দান্ত অফার আনল বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। আর BSNL-এর তরফে আনা নতুন এই অফারের জেরে যে Jio, Vi, Airtel -এর রাতের ঘুম উড়ে যাবে সেটা বলাই বাহুল্য। আসলে এবার বিএসএনএল একদম বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা করেছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। BSNL -এর এই প্ল্যান কী? কেনই বা ফ্রিতে নেট পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল কোম্পানি সেটা জানতে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় চমক BSNL -এর

আপনি যদি বিএসএনএলের ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান ব্যবহার করেন এবং আপনার মাসিক ভাড়া ৫০০ টাকার কম হয়, তবে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর। এই অফারের আওতায় আপনি পাবেন এক মাসের ইন্টারনেট একদম ফ্রি। বিশেষ করে উৎসবের মরশুমে এই অফার দেওয়া হচ্ছে, যাতে গ্রাহকরা আরও ভাল পরিষেবা পেতে পারেন।

টানা তিন মাস মিলবে পরিষেবা!

নতুন বছর উপলক্ষে বিএসএনএল তার গ্রাহকদের জন্য একটি নতুন অফার চালু করেছে। এই অফারের আওতায় আপনি যদি কমপক্ষে তিন মাসের জন্য বিএসএনএলের ফাইবার বেসিক নিও বা ফাইবার বেসিক প্ল্যান নেন তবে আপনি পরের মাসের ইন্টারনেট একেবারে বিনামূল্যে পাবেন। যাইহোক, মনে রাখবেন যে এই অফারটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সাল পর্যন্ত বৈধ থাকবে, তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না কিন্তু।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

BSNL Fiber Basic Neo প্ল্যান

বিএসএনএলের ফাইবার বেসিক নিও প্ল্যানটি একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড প্ল্যান। এই প্ল্যানের দাম প্রতি মাসে ৪৪৯ টাকা, যাতে আপনি 30Mbps অবধি দ্রুত ইন্টারনেট স্পিড পাবেন। এই প্ল্যানে আপনি পাবেন 3300GB ডেটা অর্থাৎ 100GB ডেটা প্রতিদিন ব্যবহার করা যাবে। এর পরেও আপনি ধীর গতিতে ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারেন।

তিন মাসের জন্য এই প্ল্যান নিলে বিএসএনএলও দেবে ৫০ টাকা ছাড়। এছাড়াও এই প্ল্যানে আপনি বাড়ির যে কোনও জায়গা থেকে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। বিশেষ করে যেসব গ্রাহক দ্রুত ইন্টারনেট স্পিডের সঙ্গে কল করার সুবিধা নিতে চান তাদের জন্য এই প্ল্যানটি একদম আদৰ্শ।

BSNL Fiber Basic ৪৯৯ টাকা

বিএসএনএলের ফাইবার বেসিক প্ল্যান প্রতি মাসে ৪৯৯ টাকায় মিলবে। এই প্ল্যানে আপনি 50Mbps গতির দ্রুত ইন্টারনেট পাবেন এবং এক মাসে 3300GB ডেটা পাবেন। তেমনি এই প্ল্যানে সব ডাটা শেষ হয়ে যাওয়ার পরও ধীর গতিতে ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

আপনি যদি তিন মাসের জন্য এই প্ল্যানটি গ্রহণ করেন তবে আপনাকে ১০০ টাকার ছাড়ও দেওয়া হবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিংও করা যাবে। ফলে আপনি বাড়ির যে কোনও জায়গা থেকে কোনও ঝামেলা ছাড়াই কল করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group