BSNL গ্রাহকদের জন্য আনন্দের খবর! সস্তা হল এই জনপ্রিয় রিচার্জ প্ল্যান

Published:

BSNL Recharge Plan Discount Offer 199 recharge plan with daily 2gb data unlimited calling
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: BSNL গ্রাহকদের জন্য আনন্দের খবর। রাষ্ট্রায়ত্ত টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি এবার তাদের এক বিশেষ রিচার্জ প্লানে ডিসকাউন্ট অফার ঘোষণা করেছে (BSNL Recharge Plan Discount Offer)। আসলে, বছরের বিভিন্ন সময়ে প্রথম সারির টেলিকম নেটওয়ার্ক জায়ান্ট Jio, Airtel এমনকি Vi কে টেক্কা দিতে নতুন নতুন সব অফার এবং পরিষেবা নিয়ে আসে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবারেও সেই নিয়মের বাইরে গেল না তারা। জানা যাচ্ছে, উৎসবের মরসুমে গ্রাহকদের মুখে হাসি ফোটাতে সীমিত সময়ের জন্য এই বিশেষ অফার রেখেছে সংস্থাটি।

কোন প্ল্যানে, কবে থেকে পাওয়া যাবে এই ডিসকাউন্ট অফার?

টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, মূলত উৎসবের মরসুমে গ্রাহকদের কথা চিন্তা করে গত 18 অক্টোবর থেকে BSNL তাদের অতি পরিচিত 199 টাকার রিচার্জ প্ল্যানটিতে আড়াই শতাংশ ছাড় দিচ্ছে। অর্থাৎ, এবার থেকে এই প্ল্যান রিচার্জ করতে গ্রাহকদের মাত্র 194 টাকা খরচ হবে। বলে রাখি, ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই বিশেষ ডিসকাউন্ট অফার আগামী 18 নভেম্বর পর্যন্তই বৈধ। কাজেই, সেই তারিখের আগে এই প্ল্যান রিচার্জ করে নিতে হবে BSNL গ্রাহকদের। ব্যবহারকারীরা সংস্থাটির ওয়েবসাইট এমনকি অ্যাপেও এই এই অফারটি পেয়ে যাবেন।

199 টাকার প্ল্যানে কী কী সুবিধা দিচ্ছে BSNL?

সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL তাদের জনপ্রিয় 199 টাকার রিচার্জ প্লানে গ্রাহকদের 30 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দিচ্ছে। সেই সাথে থাকছে, প্রতিদিন 2GB করে হাইস্পিড ডাটা। এছাড়াও দৈনিক ডেটাো কোটা শেষ হয়ে গেলেও 40Kbps করে ইন্টারনেটের টুকিটাকি কাজ করতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি এই প্লানেই দৈনিক 100টি করে SMS এরও সুবিধা রেখেছে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা। তবে এই প্ল্যানে কোনও OTT বা অতিরিক্ত সুবিধা নেই।

অবশ্যই পড়ুন: সিরিজ জিতলেও ভারতকে ICC একদিনের আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে হারাতে পারেনি অস্ট্রেলিয়া

প্রসঙ্গত, ভারত সঞ্চার নিগম লিমিটেডের বিশেষ অফার লুফে নিতে এখনই My BSNL অ্যাপ ডাউনলোড করে মোবাইল রিচার্জ সেকশন থেকে 199 টাকার প্ল্যানটি বেছে নিন। সেখানেই ডিসকাউন্ট প্রাইস দেখতে পাবেন। এরপর পেমেন্ট অপশন সিলেক্ট করে পে করে দিলেই 194 টাকাতেই হয়ে যাবে রিচার্জ। অ্যাপ ছাড়াও BSNL.Co.In ওয়েবসাইট থেকেও 199 টাকার প্ল্যান অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join