সেট-টপ বক্স ছাড়াই চলবে ৫০০-র বেশি চ্যানেল! এবার DTH-এ Airtel-দের টেক্কা BSNL-র

Published on:

bsnl

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ট্যারিফ প্ল্যান বৃদ্ধির পরে বেশিরভাগ টেলিকম গ্রাহক বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) এর দিকে ঝুঁকেছে। কারণ বেসরকারি টেলিকম সংস্থাগুলি অর্থাৎ Jio, Airtel এবং Vi মাসিক এবং বার্ষিক প্ল্যানের দাম একধাক্কায় প্রায় ৬০ থেকে ৭০ টাকা বাড়িয়ে দিয়েছে। তাই খরচে লাগাম দিতে এবং ভালো পরিষেবা গ্রহণে বেশিরভাগ গ্রাহক মনোযোগ দিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এর দিকে। আর এই আবহে গ্রাহকদের আরও চমক দিতে স্কাইপ্রোর সঙ্গে জোটবদ্ধ হয়ে এক নয়া সুবিধা নিয়ে আসতে চলেছে।

সেট টপ বক্সের সাহায্য ছাড়াই বিনোদনের সুবিধা

WhatsApp Community Join Now

জানা গিয়েছে, অংশীদারিত্বের পরে, BSNL গ্রাহকরা এবার স্কাইপ্রোর আইপিটিভি পরিষেবা পাবেন। আপনি স্মার্ট টিভিতেও এই পরিষেবাটি পেতে চলেছেন। এই পরিষেবাটি ৫০০টি HD/SD/লাইভ চ্যানেল সরবরাহ করতে চলেছে৷ এছাড়াও, ২০ টিরও বেশি OTT প্ল্যাটফর্মে অ্যাক্সেস দেওয়া হবে এই পরিষেবায়। BSNL ব্রডব্যান্ড নেটওয়ার্কেও গ্রাহকদের এই সকল সুবিধা প্রদান করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই পরিষেবায় দরকার পড়বে না সেট টপ বক্সের।

IPTV প্ল্যাটফর্মের অ্যাক্সেস দেওয়া হবে গ্রাহকদের

সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিনোদন উপভোগ করতে এখন গ্রাহকদের আর আলাদা সেট টপ বক্সের প্রয়োজন হবে না। পাশাপাশি গ্রাহকরা BSNL এর ব্রডব্যান্ড নেটওয়ার্কের সাথে একটি দুর্দান্ত ইন্টারনেট অভিজ্ঞতাও পেতে চলেছেন। BSNL-এর পক্ষ থেকে, CGM পাঞ্জাব সার্কেল জানিয়েছে যে, ‘ গত ২৮ নভেম্বর, আমাদের নতুন ইন্টারনেট টিভি পরিষেবা চালু করেছেন CMD রবার্ট রবি জি। আইপিটিভি প্ল্যাটফর্মের অ্যাক্সেসও এতে দেওয়া হয়েছে। এই পরিষেবাটি জনপ্রিয় চ্যানেলগুলিতে অ্যাক্সেস দেয়, যার মধ্যে রয়েছে কালার, জি স্টার এবং স্পোর্টস চ্যানেল।’

এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে ‘এই চ্যানেলগুলোর বিনোদন উপভোগ করার জন্য কোনো সেট টপ বক্সের প্রয়োজন নেই। এখন কিছু ট্রায়াল পরীক্ষা-চলছে। এর পর এটি চণ্ডীগড়ে শুরু হচ্ছে। প্রাথমিকভাবে এর গ্রাহক রয়েছে ৮ হাজার। আমাদের পরিকল্পনা হচ্ছে এই পরিষেবাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া।’

সঙ্গে থাকুন ➥
X