নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল! 4G, eSim পরিষেবার পর VOWiFi চালু করল BSNL

Published:

BSNL VOWiFi feature enable on phone make calls without any network
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যবহারকারীদের নেটওয়ার্ক সংক্রান্ত আর কোনও অভিযোগ করতে দেবে না বলে ঠিক করেছে ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL। তা না হলে, দেশজুড়ে 4G পরিষেবা চালু করার পরই eSIM লঞ্চিং এবং সবশেষে এবার VOWiFi পরিষেবা (BSNL VOWiFi) চালু করে তাক লাগালো ভারত সঞ্চার নিগম লিমিটেড। জানা যাচ্ছে, হাইস্পিড ইন্টারনেট ছাড়াও WiFi নেটওয়ার্ক ব্যবহার করেই ভয়েস কলিং করতে পারবেন গ্রাহকরা। লাগবে না কোনও নেটওয়ার্ক।

কী এই VOWiFi?

ভারতের দুই বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio এবং Airtel এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নিজের নেটওয়ার্ক পরিষেবাকে ক্রমশ উন্নত করার পথে হেঁটেছে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি। সেই সূত্রেই চালু হয়েছে VOWiFi পরিষেবা। বলে রাখি, VOWiFi বলতে আসলে ভয়েস ওভার ওয়াইফাইকে বোঝায়। এর সাহায্যে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা। বিশেষজ্ঞরা বলছেন, ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই বিশেষ ওয়াইফাই পরিষেবা মূলত তাদের জন্য সবচেয়ে বেশি উপকৃত হবে যারা BSNL এর নেটওয়ার্ক খুব একটা পান না। অর্থাৎ দুর্বল নেটওয়ার্ক যুক্ত অঞ্চল গুলিতে BSNL এর VOWiFi দারুণ কার্যকরী হতে চলেছে।

এই পরিষেবা পেতে হলে কী করতে হবে?

গেজেটস 360 এর রিপোর্ট অনুযায়ী, ভারত সঞ্চার নিগম লিমিটেডের VOWiFi পরিষেবাটি পেতে হলে ব্যবহারকারীর কাছে অবশ্যই BSNL এর সিম থাকতে হবে। পাশাপাশি, ব্যবহারকারীর স্মার্টফোন ন্যূনতম 4G সাপোর্টেড হতে হবে। সে ক্ষেত্রে ফোনের সেটিংস থেকে VOWifi পরিষেবা চালু করে নেওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই গোটা দেশজুড়ে এই বিশেষ পরিষেবা চালু করতে চলেছে সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি।

অবশ্যই পড়ুন: ফিরলেন রোহিত, বিরাট! অধিনায়ক শুভমন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণা BCCI-র

VOWiFi পরিষেবা পেতে এই কাজ করুন

BSNL ব্যবহারকারী হয়ে থাকলে নিজের ফোনে VOWiFi পরিষেবা পেতে প্রথমে স্মার্টফোনের সেটিংসে যান। এরপর সেখান থেকে সার্চ বারে গিয়ে ভয়েজ ওভার ওয়াইফাই টাইপ করুন। এরপর সেখান থেকে ওয়াইফাই কলিং বা ভয়েজ ওভার ওয়াইফাই বিকল্পটি বেছে নিন। পরের ধাপে মোবাইল নেটওয়ার্ক এ ট্যাপ করে VOWiFi পরিষেবাটি চালু করে নিতে পারেন। বলা বাহুল্য, VOWiFi একবার চালু হয়ে গেলে, BSNL এর নেটওয়ার্ক না থাকলেও যত খুশি ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join