বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio, Airtel ও Vi-এর সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না দেশের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL। তাই প্রতিযোগিতার পাল নিজেদের দিকে টানতে একাধিক সাশ্রয়ী মূল্যের প্ল্যান নিয়ে হাজির হয় সংস্থাটি।
জানা যাচ্ছে, এবার সেই সূত্র ধরেই দেশের অন্যান্য টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলিকে টক্কর দিতে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের একটি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে BSNL! যেখানে দেশের বেসরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের ট্যারিফ বাড়াচ্ছে সেখানে সাশ্রয়ী মূল্যের দুর্দান্ত সব রিচার্জ প্ল্যান এনে চমকে দিচ্ছে BSNL। চলুন জেনে নেওয়া যাক গ্রাহক ধরে রাখতে নতুন কোন প্ল্যান লাইনআপে রেখেছে BSNL।
BSNL-এর 397 টাকার রিচার্জ প্ল্যান
প্রথমত জানিয়ে রাখি, ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL তাদের রিচার্জ প্ল্যান গুলির লাইনআপে 397 টাকার রিচার্জ প্ল্যানটি অনেক আগেই যোগ করেছে। তবে সম্প্রতি এই প্ল্যানে বেশ কিছু দুর্দান্ত বেনিফিট অ্যাড করা হয়েছে সংস্থাটির তরফে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, BSNL সংস্থার 397 টাকার রিচার্জ প্ল্যানটি মূলত 150 দিনের মেয়াদযুক্ত। কাজেই যে সকল গ্রাহকরা মূলত দীর্ঘ সময়ের রিচার্জ প্ল্যান খুঁজছেন এবং বারবার রিচার্জ করার ঝামেলা থেকে বাঁচতে চান তাঁদের জন্যই এই 397 টাকার প্ল্যান রেখেছে BSNL।
397 টাকার প্ল্যানে কী কী সুবিধা দিচ্ছে BSNL?
আনলিমিটেড কলিং: রিপোর্ট বলছে, BSNL তাদের 397 টাকার রিচার্জ প্ল্যানটিতে 30 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে। তবে আউটগোয়িং বৈধতা 30 দিনের জন্য হলেও ইনকামিং পরিষেবা চালু থাকবে 150 দিন পর্যন্ত।
দৈনিক ডেটা কোটা: ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL তাদের এই প্ল্যানটিতে 30 দিনের বৈধতা যুক্ত প্রতিদিন 2GB করে ডেটা অফার করছে।
ফ্রি SMS: এই প্ল্যানটি একবার রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন 100টি করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।
অবশ্যই পড়ুন: শীঘ্রই বাড়ছে পেনশন, এবার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এল বিরাট আপডেট
কাদের জন্য উপযোগী এই প্ল্যান?
সংস্থা কখনই চায়না গ্রাহকরা তাদের সিম সেকেন্ডারি অপশন হিসেবে ব্যবহার করুন। তবে বেশ কিছু রিপোর্ট বলছে, BSNL-এর 397 টাকার রিচার্জ প্ল্যানটি মূলত সেইসব গ্রাহকদের জন্য সেরা বিকল্প হতে চলেছে যারা BSNL সংস্থার সিম কার্ডটি সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন। গ্রাহকরা এই প্ল্যানটি একবার রিচার্জ করলে 150 দিন পর্যন্ত সিমটি সক্রিয় রাখতে পারবেন।