BSNL-র 5G নিয়ে সুখবর, কবে থেকে শুরু হচ্ছে পরিষেবা?

Published:

BSNL
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত সরকার পরিচালিত টেলিকম সংস্থা BSNL এবার প্রযুক্তির নতুন অধ্যায়ে পা রাখছে। দেশের একাধিক বড় বড় শহরে ইতিমধ্যেই শুরু হয়েছে BSNL-র 5G পরিষেবার পরীক্ষামূলক কাজ। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। আর টেলিকম বাজারের উত্তেজনা যে এতে কয়েকগুণ বেড়ে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

5G নিয়ে BSNL-র বিরাট উদ্যোগ

দীর্ঘদিন ধরেই BSNL-র গ্রাহকরা 5G পরিষেবার জন্য ওঁত পেতে বসে ছিলেন। কম খরচে প্রচুর সুবিধা দেওয়ার জন্য এই সংস্থা সাধারণ মানুষের জনপ্রিয় ইতিমধ্যেই বিরাট জনপ্রিয়তা পেয়ছে। আর এবার তারা দেশ জুড়ে 1 লক্ষ 4G টাওয়ার বসানোর পরিকল্পনা শুরু করেছে, যার মধ্যে বড় বড় শহরগুলিতে 5G টেস্টিংও ইতিমধ্যে শুরু হয়েছে।

এক বিশেষ সাক্ষাৎকারে BSNL-র এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, কানপুর, পুনে, বিজয়ওয়াড়া, কোয়েম্বাটুর এবং কোল্লাম শহরে BSNL ইতিমধ্যেই বেস ট্রান্সসিভার স্টেশন বসানো শুরু করেছে। যদিও এখনো এই নেটওয়ার্ককে অভ্যন্তরীণভাবেই পরীক্ষা করা হচ্ছে। তবে স্পষ্ট যে, BSNL এবার ৫জি পরিষেবার দিকে ধীরে ধীরে এগোচ্ছে।

গ্রামের গ্রামে পৌঁছবে 4G, শহরে পৌঁছবে 5G

যেখানে এখনো দেশের অনেক গ্রামীণ অঞ্চলে 4G পরিষেবা পৌঁছয়নি, সেখানে আবার BSNL জানাচ্ছে, খুব শীঘ্রই তারা এই পরিষেবা চালু করতে চলেছে গ্রামের আনাচে-কানাচে। রিপোর্ট বলছে, 2025 সালের জুন মাসের মধ্যেই দেশজুড়ে 1 লক্ষ 4G টাওয়ার বসানোর কাজ শেষ হবে। 

আর সবথেকে অবাক করার বিষয়, এই গোটা প্রকল্পে দেশীয় প্রযুক্তির উপরে নির্ভর করছে BSNL। এমনকি ভবিষ্যতে 4G টাওয়ারগুলিকে খুব সহজেই 5G-তে আপগ্রেড করা সম্ভব হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ ভারত, আফগানিস্তানের পর আরেক প্রতিবেশীর কাছ থেকে ঘাড় ধাক্কা খেল পাকিস্তান!

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য

এ বিষয়ে দেশের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, BSNL-র এই পদক্ষেপ দেশের ডিজিটাল রূপান্তরকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। BSNL-র যাত্রা প্রতিটি গ্রাহকের যেন কণ্ঠস্বরে পৌঁছয়। এখন দেখার, BSNL 5G পরিষেবা নিয়ে যেভাবে এগোচ্ছে, তা সত্যিই দ্রুত বাস্তবায়ন হয় কিনা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join