৪০ হাজারের কমে ফোল্ডেবল ফোন, ৫ মোবাইল ১০ হাজার টাকা ছাড় দিচ্ছে Motorola

Published:

Motorola
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আলোর উৎসব দীপাবলিতে বিরাট অফার নিয়ে আসলো Motorola। হ্যাঁ, অফারগুলি সম্পর্কে জানলে আপনার চক্ষু চড়ক গাছে উঠবে। যদি আপনি নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এটিই হতে পারে সেরা সময়। কারণ এই দিওয়ালী সেলের দ্বিতীয় ধাপে Motorola-র বেশ কিছু মডেলে 10,000 হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছ। চলুন দেখে নেওয়া যাক কোন কোন মডেলে কত ছাড় মিলছে।

Motorola Edge 60 Pro

এই ফ্ল্যাগশিপ ফোনটি এখন আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে রয়েছে একটি 6.7 ইঞ্চির 1.5K True Color Quad-Curved ডিসপ্লে, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, MediaTek Dimensity 8350 Extreme প্রসেসর এবং 6000mAh ব্যাটারির সাথে 90W ফার্স্ট চার্জিং। এই ফোনটির 8GB+256GB ভ্যারিয়েন্ট মিলছে এখন মাত্র 24,999 টাকায় এবং 12GB+256GB ভ্যারিয়েন্ট মিলছে মাত্র 28,999 টাকায়। সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত ছাড় মিলছে এই ফোনে।

Motorola Edge 60 Fusion

স্টাইলিশ, মজবুত Motorola-র এই ফোনটির দামও অনেকটাই কমেছে। কারণ এই ফোনে রয়েছে 1.5K True Color Quad-Curved Display ডিসপ্লে, যার ব্রাইটনেস 4500 nits পর্যন্ত। সাথে Gorilla Glass 7i প্রোটেকশন পাওয়া যাবে এবং IP68/IP69 রেটিং পাওয়া যাবে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেয়। আর এই ফোনটিতে ৪০০০ টাকা ছাড় দিয়ে মোট 18,999 টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

Moto G96 5G

যারা বাজেটের মধ্যে ফোন খুঁজছেন, তাদের জন্য Moto G96 5G হতে পারে এক্কেবারে পারফেক্ট অপশন। এই ফোনটিতে একটি 6.67 ইঞ্চির pOLED কার্ভড ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 1600 nits পর্যন্ত। এছাড়া ফোনটিতে Snapdragon 7s Gen 2 প্রসেসর দেওয়া হবে এবং 3000 ছাড় দিয়ে ফোনটি মাত্র 14,999 টাকায় পাওয়া যাবে।

Moto G86 Power

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ আর মজবুত ডিজাইনের এই ফোনটিতেও মিলছে বিরাট ছাড়। এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চি একটি 1.5K pOLED ফ্ল্যাট ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ফোনটিতে পাওয়া যাবে 6720mAh এর একটি ব্যাটারি, 50MP প্রাইমারি ক্যামেরা। আর এই ফোনটি 3000 টাকা ছাড় দিয়ে মোট 14,999 টাকা মিলছে।

Motorola Razr 60

তবে এবারের সবথেকে আকর্ষণ এসেছে Motorola Razr 60 -এ। এই ফোল্ডেবল ফোনে পাওয়া যাবে 6.9 ইঞ্চি pOLED ডিসপ্লে এবং 3.6 ইঞ্চি pOLED ডিসপ্লে। ফিচার হিসেবে ফোনটিতে Moto AI সহ উন্নত টেকনোলজি রয়েছে। এই ফোনটিতে 10,000 টাকা ফ্ল্যাট ছাড়্ মিলছে। আর নতুন দাম ধরা হয়েছে মাত্র 39,999 টাকা। তাই যারা ফোল্ডেবল ফোন কিনবেন বলে ভাবছিলেন, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প।

আরও পড়ুনঃ দিল্লিতে সাংসদদের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬ ইঞ্জিন

উল্লেখ্য, এই ফোনগুলি পাওয়া যাবে ফ্লিপকার্টে, যেখানে অতিরিক্ত ব্যাঙ্ক অফার এবং ইএমআই অপশনও থাকবে। তাই উৎসব উপলক্ষে যদি কম দামে ফোন কিনতে চান, তাহলে সুযোগ হাতছাড়া করবেন না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join