মিলবে ৬০০০ কোটি! Airtel, Jio-কে টেক্কা দিতে আরও শক্তিশালী হছে BSNL

Published:

BSNL MTNL will receive Rs 6000 crore
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে দেশে যে সমস্ত টেলিকম কোম্পানি রয়েছে তার মধ্যে সরকারি দুটি কোম্পানি হল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ও মহানগর টেলিফোন লিমিটেড (MTNL)। যদিও আয়ের তুলনায় কয়েকগুণ বেশি ব্যয় হওয়ার কারণে করুণ আর্থিক পরিস্থিতির মধ্যে রয়েছে কোম্পানিটি। বাকি অপারেটররা যেখানে 5G সার্ভিস লঞ্চ করেছে সেখানে এখনো BSNL ও MTNL এর 4G চালু হয়নি। তাই সরকারের তরফ থেকে পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৬,০০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।

৬০০০ কোটি টাকা দেবে সরকার

সূত্র মতে খবর মিলেছে গত শুক্রবারের ক্যাবিনেট মিটিংয়েই ৬০০০ কোটি টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়েছে। যদিও এখনও অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে জানা যাচ্ছে এটি সরকারি টেলিকম কোম্পানিকে পুনরায় চালু করা ও পরিকাঠামোগত উন্নয়নের সূত্রপাত মাত্র। এটি ছাড়াও ধাপে ধাপে মোট ১ লক্ষ ফোরজি সার্ভিস যোগ্য এলাকা তৈরি করা হবে।

কোথায় ব্যবহার হবে সরকারি টাকা?

মুম্বাই ও দিল্লি এলাকার সরকারি টেলিকম সার্ভিস প্রোভাইডার MTNL, ইতিমধ্যেই 4G সার্ভিস চালুর জন্য BSNL এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। শীঘ্রই গোটা দেশ জুড়ে 4G পরিষেবা চালু করবে বিএসএনএল। এরই মাঝে জানা যাচ্ছে আগামী ১০ বছরের জন্য চুক্তি বন্ধ হয়েছে BSNL ও MTNL।

গোটা দেশে 4G সার্ভিস চালু রলক্ষে ইতিমধ্যেই জোর কদমে কাজ চালাচ্ছে বিএসএনএল। মোট ১৯,০০০ কোটি টাকার খরচ অনুমান করা হয়েছিল যার মধ্যে প্রায় ১৩,০০০ কোটি টাকা ইতিমধ্যেই খরচ করা হয়ে গিয়েছে। আরও ৬,০০০ কথিত আকার প্রয়োজন হবে বলেই ক্যাবিনেটের কাছে প্রস্তাব রাখা হয়েছিল যেটা পাশ হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে শুরু করে এপর্যন্ত বিএসএনএল ও এমটিএনএল দুই কোম্পানিকে পুনুরুদ্ধারের জন্য সরকারের তরফ থেকে প্রায় ৩.২২ লক্ষ কোটি টাকা খরচ করা হয়ে গিয়েছে। তবে এখনও লেভার মুখ দেখেনি সংস্থাগুলি। তাছাড়া ফাস্ট ইন্টারনেটের চাহিদার যুগে 4G চালু না হওয়ায় অনেক গ্রাহকেরা অসন্তোষ প্রকাশ করেছিলেন। আশা করা হচ্ছে 4G পরিষেবা চালু হয়ে গেলে গ্রাহকেরা আরও উন্নত পরিষেবা পাবেন। যার ফলে আগামীদিনে কোম্পানি লাভের মুখ দেখবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join