Truecaller-র দিন শেষ, এবার ফোন এলেই দেখাবে আসল নাম! নতুন পরিষেবা Jio, Airtel এর

Published on:

CNAF Features

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনার কাছে কী প্রতিদিন কোন অজানা নাম্বার থেকে ফোন আসে? স্প্যাম কল বা কোন স্ক্যাম নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর। কারণ এবার এই সমস্যা দূর হতে চলেছে। দেশের তিনটি বেসরকারি টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vi তাদের কোটি কোটি গ্রাহকদের জন্য এবার নতুন ফিচার আনতে চলেছে। আর এই ফিচারটির নাম ‘Caller Name Presentation’ (CNAP)। কিন্তু কী সুবিধা মিলবে এই নয়া ফিচারে?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানলে অবাক হবেন, এই ফিচারের মাধ্যমে ফোন বাজলেই এবার ডিসপ্লেতে কলারের প্রকৃত নাম দেখা যাবে। অর্থাৎ যে নামে সিম রেজিস্টার করা রয়েছে সেই নামই দেখানো হবে। অর্থাৎ, আসল কথা এটি Truecaller-এর মতই কাজ করবে। ফলে এবার থেকে কোনো থার্ড পার্টি অ্যাপের উপরে আর নির্ভর করতে হবে না।

CNAP ফিচার কীভাবে কাজ করবে?

বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, CNAP মূলত একটি কলার আইডেন্টিফিকেশন সিস্টেম, যা টেলিকম কোম্পানির ডেটাবেস থেকে সরাসরি কলারের নাম গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। জানা যাচ্ছে, যে নাম দিয়ে সিমটি রেজিস্ট্রেশন রয়েছে সেই নামটিই দেখানো হবে। এর ফলে Truecaller-এর মত কোন আলাদা অ্যাপ লাগবে না এবং স্ক্যাম ও স্প্যাম কল অনেকটাই কমে যাবে। এছাড়া টেলিকম সংস্থার নিজস্ব ভেরিফিকেশন থাকায় ভুল তথ্যের কোন রকম সম্ভাবনা থাকবে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এখনো পর্যন্ত Truecaller কলার আইডেন্টিফিকেশনের জন্য সবথেকে জনপ্রিয় একটি মাধ্যম ছিল। কিন্তু CNAP পরিষেবা একবার চালু হলে গ্রাহকদের আর কোন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। কারণ এই অ্যাপ সরাসরি মোবাইল অপারেটরদের পক্ষ থেকেই যাচাই করা হবে।

CNAP বাস্তবায়নের পথে চুক্তি

এত বড় একটি প্রযুক্তিগত পরিবর্তন আনতে টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vi ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক টেকনোলজি কোম্পানিগুলির সঙ্গে চুক্তি সেরেছে। জানা যাচ্ছে, বড় বড় সংস্থাগুলি এই টেলিকম কোম্পানিগুলির জন্য সিস্টেম তৈরির কাজ চালাচ্ছে। এছাড়া প্রয়োজনীয় সার্ভার ও সফটওয়্যার অর্ডার ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে এবং কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করা হয়েছে।

কী কী সুবিধা মিলবে?

আমাদের ফোনে অনেক সময় অপরিচিত নাম্বার থেকে কল আসে। কিন্তু বুঝতে পারা যায় না, যে কলটি কে করেছে। আসলে সেটি গুরুত্বপূর্ণ কল নাকি স্প্যাম কল তাও বলা যায় না। তবে CNAP পরিষেবা চালু হলে সহজেই প্রকৃত পরিচয় জানা যাবে। পাশাপাশি যারা প্রতিদিন প্রচুর পরিমাণে কল রিসিভ করেন তাদের জন্য এই ফিচার অনেকটাই সুবিধাজনক হবে। এছাড়া Truecaller অ্যাপটিকে প্রায় সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীরাই ব্যবহার করে। কিন্তু এতে অনেক সময় ভুল তথ্য দেওয়ার সম্ভবনা থাকে। যেহেতু CNAP সরকারি রেজিস্ট্রেশনের ভিত্তিতে নাম দেখাবে, তাই এখানে ভুল তথ্যের কোনরকম সম্ভাবনা থাকবে না। 

আরও পড়ুনঃ পূরণ হবে রাহানের দাবি? মিটবে ইডেনে পিচের জটিলতা! মুখ খুললেন কিউরেটর

কবে থেকে চালু হবে এই ফিচার?

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই ফিচারের কথা ঘোষণা করেছিল। তবে CNAP এবার ধাপে ধাপে এগোচ্ছে। বর্তমানে এই প্রযুক্তির সমীক্ষা চলছে এবং সফলভাবে পরীক্ষা সম্পন্ন হলে খুব দ্রুতই এই প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই ফোনে দেখা যাবে কে কল করছে এবং সেই কলটি স্প্যাম কল কিনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group