সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি প্রতিনিয়ত ChatGPT ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুসংবাদ। কারণ, AI জগতে এখন সাধারণ মানুষের প্রতিদিনের সঙ্গী এই Open AI এর ChatGPT। তবে এবার ChatGPT Go সাবস্ক্রিপশন (ChatGPT Go Subscription) সম্পূর্ণ বিনামূল্যে মিলছে। হ্যাঁ, তাও এক বছরের জন্য। এর আগে Perplexity Pro এয়ারটেল ব্যবহারকারীদের জন্য এক বছরের সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছিল। আর এবার ChatGPT Go সেই একই পথে হাঁটছে। কিন্তু কীভাবে পাবেন? জানতে হলে চোখ রাখুন আজকের প্রতিবেদনে।
কী এই ChatGPT Go?
বলে রাখি, ChatGPT Go চালু হয়েছিল আগস্ট মাসে। এর সাবস্ক্রিপশনের দাম 399 টাকা। এটি Open AI এর মিড-টায়ার সাবস্ক্রিপশন প্ল্যান, যা ফ্রি এবং প্লাস প্ল্যানের মধ্যেই পড়ে। এতে ব্যবহারকারীরা আরও উন্নত ফিচার পায়। হ্যাঁ, এর মাধ্যমে যেমন দৈনিক ছবি তৈরির লিমিট, ফাইল আপলোডের বিকল্প, বড় স্টোরেজের বিকল্প ইত্যাদি মেলে। পাশাপাশি চ্যাটগুলিকে আরও ব্যক্তিগত এবং স্মার্ট দেখায়। তাই এই প্ল্যানটি Open AI এর সর্বশেষ GPT-5 মডেলের উপর ভিত্তি করেই তৈরি করা।
কীভাবে ChatGPT Go পাবেন?
আজ অর্থাৎ 4 নভেম্বর থেকে ভারতের যে কোনও ব্যবহারকারী এবার ChatGPT Go-তে সাইন আপ করতে পারবে। এমনকি তারা এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই প্ল্যানটি পাবে। সবথেকে বড় ব্যাপার, Open AI এখনও পর্যন্ত অফার মেয়াদের লাস্ট ডেট ঘোষণা করেনি। তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ তবে। এই প্ল্যান নেওয়ার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে আপনার ফোন থেকে ChatGPT অ্যাকাউন্ট লগইন করতে হবে।
- এরপর উপরে আপডেট ট্যাবে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে ChatGPT Go নির্বাচন করে এগিয়ে যেতে হবে।
- এরপর অটো-পে সিলেক্ট করতে হবে নিজের ইউপিআই দিয়ে। তবে মনে রাখবেন, এক্ষেত্রে কোনও টাকা কাটবে না।
- তারপর কনফার্ম করলেই আপনার ChatGPT Go অ্যাক্টিভেট হয়ে যাবে।
আরও পড়ুনঃ এখনই নয় অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ! কবে চালু? দিনক্ষণ জানাল কমিশন
উল্লেখ্য, Open AI এর প্রথম DevDay Exchange ডেভলপার ইভেন্ট আজ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে। আর এই অনুষ্ঠানে OpenAI ভারত সম্পর্কিত বেশ কিছু ঘোষণা করতে পারে। রিপোর্ট অনুযায়ী, OpenAI ভারতীয় বেশি সম্ভব মানুষের কাছে উন্নত প্রযুক্তির এআই অ্যাক্সেস তুলে দিতে চাইছে। সে জন্যই এবার ChatGPT Go ফ্রিতে দেওয়া হচ্ছে।












