শ্বেতা মিত্র, কলকাতা: ধনতেরাস হোক কিংবা দীপাবলি সকলেই কিছু না কিছু জিনিসপত্র কেনেন। কেউ ঘর সাজানোর জিনিস কেনেন তো আবার কেউ জামাকাপড় কেনেন। আবার অনেকেই আছেন যারা চার চাকা বা দু’চাকা গাড়ি কেনার পরিকল্পনা করেন। আপনিও কি এই শুভ সময়ে চার চাকা গাড়ি কেনার কথা ভাবনা চিন্তা করছেন? বাজেট কম? তাহলে আপনার জন্য রইল একদম দারুণ সুখবর। আসলে উৎসবের আবহে আপনাদের আজ ৩২কিমি মাইলেজযুক্ত সবথেকে কম দামি কিছু CNG গাড়ির খোঁজ দেওয়া হবে যেটি সম্পর্কে জানলে আপনিও সেটি হয়তো কিনতে ছুটবেন। আর সবকটিই হল Maruti Suzuki কোম্পানির।
Maruti Suzuki Celerio CNG
যার বাজেটের ভালো গাড়ি খোঁজেন তাঁদের জন্য এই গাড়িটি ভালো হিসেবে প্রমাণিত হবে। Maruti Suzuki Celerio CNG আপনার জন্য একটি ভাল বিকল্প হয়ে উঠতে পারে। সবচেয়ে ভালো দিক হলো এই গাড়িতে জায়গার অভাব নেই। সেলেরিও সিএনজি একটি প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি হিসাবে লঞ্চ হয়ে এই গাড়িতে 1.0L পেট্রোল ইঞ্জিন রয়েছে। এর ইঞ্জিন সিটি আরও ভালো পারফরম্যান্স দেয়।
সিএনজি মোডে গাড়িটির মাইলেজ ৩৪.৪৩ কিমি। গাড়িটিতে ইবিডি এবং এয়ারব্যাগের সঙ্গে সুরক্ষা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম রয়েছে। Celerio CNG এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৬.৭৩ লক্ষ টাকা থেকে। যারা আরও ভাল সিএনজি গাড়ি খুঁজছেন তারা এই মডেলটি কিনতে পারেন।
Maruti Suzuki Alto K10 CNG
সিএনজি কার সেগমেন্টে সবচেয়ে বাজেটের গাড়ি Maruti Suzuki Alto K10। এই গাড়িটি যথেষ্ট কমপ্যাক্ট। আর এই কারণে আপনিও দারুণ ড্রাইভিং অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। সবথেকে বড় প্লাস পয়েন্ট, প্রচণ্ড যানজটে সহজেই গাড়িটিকে আপনি বের করতে সক্ষম হবেন। এই গাড়িতে 1.0L পেট্রোল ইঞ্জিন রয়েছে। এতে সিএনজি অপশনও পাওয়া যায়। সিএনজি মোডে গাড়িটি ৩৩.৮৫ কিমি মাইলেজ দেয়।
নিরাপত্তার জন্য, গাড়িটিতে ইবিডি এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম সহ এয়ারব্যাগ রয়েছে। এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৫.৯৬ লক্ষ টাকা থেকে। এই গাড়িটি একটি ছোট পরিবারের জন্য নিখুঁত গাড়ি হিসাবে প্রমাণিত হতে পারে। এই গাড়িতে ৪ জন অনায়াসেই বসতে পারে।
Maruti S-Presso CNG
Maruti S-Presso CNG এমন একটি গাড়ি যা আমরা মাইক্রো এসইউভি নামেও জানি। এটি Alto K10 এর মতোই জনপ্রিয়। অত্যন্ত ট্র্যাফিকেও এই গাড়ি দুর্দান্তভাবে চলবে। এই সিএনজি গাড়ির দাম শুরু হচ্ছে ৫.৯১ লক্ষ টাকা থেকে। এই গাড়িতে ভালো জায়গা থাকলেও মাত্র ৪ জন ঠিকমতো বসতে পারবেন। পারফরম্যান্সের জন্য গাড়িটি 1.0L পেট্রোল ইঞ্জিন রয়েছে। গাড়িটি সিএনজিতেও রয়েছে এবং ৩২.৭৩ কিমি/কেজি মাইলেজ দেয়।