সৌভিক মুখার্জী, কলকাতা: সাশ্রয়ী বাইকের কথা উঠলেই ভারতে প্রথমে হিরো স্প্লেন্ডারের নাম উচ্চারণ হয়। বহু বছর ধরেই এই বাইকটি সবার কাছে জনপ্রিয়। নির্ভরযোগ্য মাইলেজ আর সহজলভ্য সার্ভিস এটিকে দেশের অন্যতম সেরা সাশ্রয়ী মোটরসাইকেলে (Cheapest Motorcycle) পরিণত করেছে। সবথেকে বড় ব্যাপার, বর্তমানে এই বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 73,902 টাকা থেকে।
তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন, স্প্লেন্ডারের থেকেও কম দামে এমন কিছু মোটরসাইকেল পাওয়া যায়, যেগুলো শুধুমাত্র সস্তা নয়, বরং মাইলেজ আর পারফরম্যান্সের দিক থেকেও স্প্লেন্ডারকে টেক্কা দেবে? আজ আমরা এমনই কিছু বাইকের বিকল্প তুলে ধরব, যেগুলি স্প্লেন্ডারকেও হার মানানোর ক্ষমতা রাখে।
Bajaj Platina 100
আমাদের তালিকায় প্রথমেই রয়েছে Bajaj Platina 100। এই বাইকটির এক্স শোরুম প্রাইস মাত্র 65,407 টাকা। Platina দেশের সবথেকে জনপ্রিয় কমিউটার বাইক, তা বলা চলে। এতে রয়েছে 102 cc ইঞ্জিন, যা 7.9 PS পাওয়ার ও 8.3 Nm টর্কউৎপন্ন করে। মাইলেজ আর আরামদায়ক রাইডিং অভিজ্ঞতার জন্য এটি গ্রাম বা শহর, উভয় ক্ষেত্রেই জনপ্রিয়।
Honda Shine 100
হোন্ডার এই বাইকটি দামের দিক থেকে স্প্লেন্ডারের থেকেও অনেকটাই সস্তা। কারণ এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 63,191 টাকা থেকে। এতে রয়েছে একটি 98.98 cc ইঞ্জিন, যা 7.38 PS পাওয়ার ও 8.05 Nm টর্ক উৎপন্ন করতে পারে। কোম্পানি দাবি করছে, এটি গড়ে প্রতি লিটার পেট্রোলে 55 কিলোমিটার মাইলেজ দেয়। শহরের অফিস যাত্রা বলুন, কিংবা গ্রামে যাতায়াত, এটি হতে পারে সেরার সেরা বিকল্প।
TVS Sport
সাশ্রয়ী মোটরসাইকেলের দুনিয়ায় TVS Sport-এর নাম শীর্ষস্থানে থাকবে। এর দাম শুরু হচ্ছে মাত্র 55,100 টাকা থেকে। আর এটি স্প্লেন্ডারের চেয়ে অনেকটাই সাশ্রয়ী, তা বলা চলে। এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে 70 কিলোমিটার মাইলেজ দেয়। এমনকি কম খরচে যারা দীর্ঘযাত্রা করতে চান, তাদের জন্য এটি সেরা বিকল্প। কারণ এই বাইকটিতে রয়েছে একটি 109.7 cc ইঞ্জিন, যা 8.19 PS পাওয়ার ও 8.7 Nm টর্ক উৎপন্ন করে।
আরও পড়ুনঃ ২০২৬ সালে দুর্গাপুজো কত তারিখে পড়ছে? দেখে নিন পঞ্জিকা ধরে সময়সূচী
Hero HF 100
আমাদের তালিকায় সবথেকে শেষে রয়েছে Hero HF 100। দেখতে আকর্ষণীয় আর পারফরম্যান্সেও চমক দেয় এই বাইকটি। জানা যাচ্ছে প্রতি লিটার পেট্রোলে এই বাইকটিও গড়ে 70 কিলোমিটার মাইলেজ দেয়। এতে রয়েছে একটি 97.2 cc ইঞ্জিন, যা 8.02 PS পাওয়ার ও 8.05 Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 58,739 টাকা থেকে।