পার্থ সারথি মান্নাঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিটা মানুষের কাছেই আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে পরিণত হয়েছে। রেশন থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবার জন্য আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি লিঙ্ক থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এমনকি মোবাইল নাম্বার নিতে গেলেও আধার মাস্ট। কিন্তু জানেন কি আপনার অজান্তেই আপনার আধারে সিম তোলা হচ্ছে! কিভাবে চেক করবেন এমন কিছু হয়েছে কি না? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
অজান্তেই বেহাত আধার কার্ডের তথ্য
সম্প্রতিকালে সাইবার জালিয়াতির মামলার পরিমাণ আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আধার কার্ডের তথ্য চুরি করে নতুন সিম কার্ড তুলে হচ্ছে প্রতারণার কাজে ব্যবহারের জন্য। এমনকি আধারের তথ্য পেয়ে গেলে জালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত তৈরী করে নেওয়া যেতে পারে। তাই আপনার আধার কার্ডে কটা সিম চলছে বা অবাঞ্চিত কোনো নম্বর চালু হয়েছে কি না সেটা চেক করে নেওয়া উচিত।
কিভাবে জানবেন আপনার আধারে ভুয়ো নাম্বার চালু কি না?
গ্রাহকদের সচেতন করতে সরকারের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে কারোর আধার নাম্বারে কটি সিম কার্ড চালু আছে সেটাও দেখা নেওয়া সম্ভব। এর জন্য ট্রাই এর তরফ থেকে টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজ়িউমার প্রোটেকশন বা TAFCOP নামক সিস্টেম চালু করা হয়েছে। সেখানে নিজের তথ্য দিয়েই সবটা চেক করে নিতে পারবেন।
আধার লিংক চেকিংয়ের পদ্ধতিঃ
১। আপনি যদি আপনার আধারের কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে সেটা দেখতে চান তাহলে প্রথমেই UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
২। এরপর মেনু থেকে “Aadhar History” অপসন সিলেক্ট করে নিন ও নিজের ১২ সংখ্যার আধার নাম্বার দিন, ক্যাপচা কোড দিন আর OTP দিয়ে সাবমিট করুন।
৩। এবার স্ক্রিনে বিগত ৬ মাসে আপনার আধার কার্ড কোথায় ব্যবহৃত হয়েছে সেটা দেখিয়ে দেওয়া হবে।
আপনার নাম কটা নাম্বার চালু দেখার পদ্ধতি
১। এবার আপনার নাম কতগুলি মোবাইল নাম্বার চালু আছে দেখার জন্য প্রথমে TAFCOP এর অফিসিয়াল ওয়েবসাইট (https://tafcop.sancharsaathi.gov.in) এ চলে যান।
২। এরপর সেখানে নিজের আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার ও ক্যাপচা সল্ভ করে OTP পাঠান।
৩। OTP দেওয়ার পর আপনার নাম কতগুলি নম্বর চালু আছে তার লিস্ট দেখিয়ে দেওয়া হবে। এখানে যদি কোন নাম্বার আপনার না হয়ে থাকে তাহলে তখনই রিপোর্ট করুন। তাহলে অভিযোগ জমা হবে ও ভুয়ো নাম্বারটি বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা নেবে টেলিকম কোম্পানি।