দিনে মাত্র ৩ টাকা খরচ, মিলবে আনলিমিটেড কল ও আড়াই জিবি ডেটা! দারুণ প্ল্যান Jio-র

Published on:

jio

প্রীতি পোদ্দার: বর্তমানে ট্যারিফ প্ল্যান বৃদ্ধির ফলে বেসরকারী টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম অত্যাধিক বাড়িয়ে দিয়েছে। তবে দাম বৃদ্ধি পেলেও ভ্যালিডিটি একই থাকছে, আবার কোনো কোনো প্ল্যানে বৈধতা বা ভ্যালিডিটি কমে যাচ্ছে। তাইতো সস্তায় সেরার সেরা রিচার্জ প্ল্যানের খোঁজে রয়েছেন গ্রাহকরা। আর সস্তার রিচার্জ প্ল্যানের প্রসঙ্গে উঠলেই সবার প্রথমে উঠে আসছে Reliance Jio-র নাম। মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থার কাছে এমনই কিছু প্ল্যান রয়েছে, যেগুলি একদিকে যেমন কম খরচের, আর একদিকে তেমনই নানা আকর্ষণীয় অফার রয়েছে রাশি রাশি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৭৫ টাকার রিচার্জ প্ল্যান!

আজকের প্রতিবেদনে আমরা যেই প্ল্যানটির সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি হল ৭৫ টাকার রিচার্জ প্ল্যান৷ এই প্ল্যানের মেয়াদ বা ভ্যালিডিটি ২৩ দিনের। আকর্ষণীয় বিষয় হল Jio এই প্ল্যানেও অন্যান্য প্ল্যানের মতোই দিচ্ছে আনলিমিটেড কলের সুবিধা৷ এছাড়াও এই প্ল্যানের ক্ষেত্রেও গ্রাহকদের ২.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধাও দিচ্ছে৷ প্রতিদিন ১০০ MB পর্যন্ত ব্যবহার করা যেতে পারে ইন্টারনেট । যদি কোনো ক্ষেত্রে দৈনিক সীমা শেষ হয়, তাহলে ২০০ MB অতিরিক্ত ডেটা গ্রাহকদের দেওয়া হবে।

রিচার্জ প্ল্যানে রয়েছে একাধিক সুবিধা

এছাড়াও অন্যান্য প্ল্যানের মতো বিনামূল্যে Jio Cinema, Jio TV, Jio Cloud-এর পরিষেবাও পাবেন Jio গ্রাহকরা ৷ আগে JioPhone-এর এই ৭৫ টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি ছিল ২৮ দিনের। সব মিলিয়ে মোট ৩ জিবি হাই-স্পিড ডেটা অফার করা হতো। অর্থাৎ গ্রাহকেরা JioPhone-এর এই প্ল্যানে প্রতিদিন ০.১ জিবি ডেটার সুবিধা উপভোগ করতে পারতেন। তবে প্রতিদিন ব্যবহৃত ডেটার কোটা একবার শেষ হয়ে গেলেই, ইন্টারনেট স্পিড হয়ে যেত ৬৪ Kbps।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসঙ্গত, Reliance Jio এর এই সাশ্রয়ী প্ল্যানের চক্করে বেজায় সমস্যায় পড়েছে বাকি বেসরকারি টেলিকম সংস্থাগুলি। তাইতো সমস্ত বেসরকারি সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলিও সাশ্রয়ী প্ল্যানের প্রতিযোগিতায় নেমে পড়েছে ইতিমধ্যে৷

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group