প্রীতি পোদ্দার, কলকাতা: হেরফের মাত্র ১ টাকার! তাতেই এবার গ্রাহকরা উপভোগ করতে পারবেন অ্যামাজন প্রাইমের বিপুল সুবিধা। আর এই সুবর্ণ সুযোগ দিচ্ছে খোদ রিলায়েন্স Jio। জানা গিয়েছে গ্রাহকদের নিজেদের প্রতি আকর্ষণ আরও বাড়ানোর জন্য চালু করেছে দু’টি দীর্ঘমেয়াদি 5G রিচার্জ প্ল্যান (Jio Prepaid Recharge Plan)। যেখানে একদিকে যেমন আনলিমিটেড ভয়েস কল, 100 দিনের ফ্রি এসএমএস এবং ভরপুর ইন্টারনেট মিলবে ঠিক তেমনই পাওয়া যাবে অ্যামাজন প্রাইমের মেম্বারশিপ।
Jio-র আকর্ষণীয় অফার
প্রতিবার গ্রাহকদের সুবিধার কথা ভেবে এবং গতানুগতিক প্ল্যানের পরিবর্তে কিছু নিত্যনতুন চমক আনতে একাধিক প্ল্যানের সুবিধা চালু করে। তাইতো Airtel, Vi এবং BSNL এর বাজারে একচেটিয়া আধিপত্য ধরে রাখতে Jio-র জুড়িমেলা ভার। চলুন আজ আমরা Jio-র দুই নয়া রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করি। বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি বিভিন্ন দামের অনেক রিচার্জ প্ল্যান অফার করে থাকে গ্রাহকদের। এত অসংখ্য রিচার্জ প্ল্যান মাঝে সাশ্রয়ী রিচার্জ প্ল্যান খোঁজা বেশ দুষ্কর। তাই কখনও কখনও ব্যবহারকারীদের জন্য সঠিক প্ল্যানটি বেছে নেওয়া সহজ হয় না। তবে এবার Jio এক দারুণ সুবিধা নিয়ে এসেছে।
আজ আমরা আলোচনা করব Jio-র 1028 টাকার প্ল্যান এবং 1029 টাকার রিচার্জ প্ল্যান নিয়ে। এই দুই রিচার্জ প্ল্যানে আনুষঙ্গিক প্রচুর পরিষেবা পাবেন ইউজাররা। এই দুই রিচার্জ প্ল্যানের মধ্যে ব্যবধান মাত্র এক টাকার। দুই রিচার্জ প্ল্যান একই সুবিধা থাকলেও হেরফের রয়েছে OTT সাবস্ক্রিপশনে। এবার বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক Jio- র এই দুই রিচার্জ প্ল্যানের মাধ্যমে ইউজাররা ঠিক কী কী পরিষেবা পেতে চলেছেন।
1028 টাকার রিচার্জ প্ল্যান
Jio-র 1028 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ রয়েছে 84 দিন। আর এই রিচার্জ প্ল্যান গ্রাহকরা একাধিক সুবিধা পেতে চলেছে। প্রতিদিন 100 ফ্রি এসএমএসের সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ। এছাড়াও প্রতিদিন 2 GB করে মোট 168 জিবি ডেটা পাওয়া যাবে 84 দিনে। অন্যদিকে এই রিচার্জ প্ল্যানের সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হল গ্রাহকরা আনিলিমিটেড 5G ডেটা পাবে। যেসব এলাকায় জিও- র 5G নেটওয়ার্ক রয়েছে সেখানেই এই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে হাই স্পিডের ইন্টারনেট পাওয়া যাবে। সঙ্গে 50 টাকার ক্যাশব্যাকও মিলবে। এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসেবে থাকবে একটি কম্পিমেন্টারি সুইগি ওয়ান লাইট মেম্বারশিপ।
আরও পড়ুন: ড্রাগের সমস্যা, অত্যাচার করত প্রেমিকা! রিঙ্কু পুত্রর মৃত্যু নিয়ে মুখ খুললেন দিলীপ, কুণাল
1029 টাকার রিচার্জ প্ল্যান
1 টাকা বেশি 1029 টাকার এই প্ল্যান অনেকটাই 1028 টাকার এই প্ল্যানের মতোই। এখানেও দৈনিক 100 ফ্রি এসএমএসের সুবিধা থাকার পাশাপাশি 2 জিবি করে মোট 168 জিবি ডেটা পাবেন ইউজাররা। এছাড়াও যেসব এলাকায় ৫জি নেটওয়ার্ক উপলব্ধ হয়েছে সেখানে আনলিমিটেড 5G পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ আনলিমিটেড 5G ডেটা পাবেন ইউজাররা। সঙ্গে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউডের অ্যাকসেস পাওয়া যাবে এই প্রিপেড রিচার্জ প্ল্যানের সাহায্যে। তবে এই প্ল্যানের একটি বৈশিষ্ট্য হল এই প্রিপেড রিচার্জ প্ল্যানে অ্যামাজন প্রাইম লাইট মেম্বারশিপ কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন ইউজাররা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |