200 টাকারও কমে আনলিমিটেড! BSNL-র এক প্ল্যানে ঘুম উড়বে Jio, Airtel-র

Published on:

BSNL Recharge Plan

প্রীতি পোদ্দার, কলকাতা: Reliance Jio, Bharti Airtel এবং Vi এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি বহুদিন আগেই 5G পরিষেবা চালু করে দিয়েছে। কিন্তু BSNL এখনও 5G পরিষেবা সকল জাযগায় চালু করতে পারেনি। তবে এবার বাজারের অন্যান্য বেসরকারি টেলিকম সেক্টরগুলির সঙ্গে পাল্লা দিতে এবং গ্রাহক আকর্ষণের জন্য নিয়ে এসেছে এক আকর্ষণীয় প্ল্যান, যা গ্রাহকদের খরচ বাঁচানোর পাশাপাশি সুবিধা দেবে একাধিক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

BSNL নিয়ে এসেছে সাশ্রয়ী প্ল্যান

বর্তমানে ট্যারিফ প্ল্যান বৃদ্ধির ফলে বেসরকারি টেলিকম সংস্থাগুলি বারবার তাদের প্ল্যানের দাম বাড়িয়ে চলেছে। আর তাতে গ্রাহকদের বাড়তি খরচ বেড়েই চলেছে। সেই তুলনায় ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এখনও সবচেয়ে সাশ্রয়ী মূল্যে প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই সরকারি টেলিকম অপারেটর প্রায় 200 টাকারও কমে নিয়ে এসেছে এই প্ল্যান। যেখানে কলিং, ডেটা সহ লম্বা ভ্যালিডিটি পাওয়া যায়। চলুন একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

200 টাকারও কম এই প্ল্যান!

আমরা আজকের প্রতিবেদনে যে প্ল্যানটির ব্যাপারে কথা বলতে চলেছি সেটি হল BSNL এর 197 টাকার প্ল্যান। এই প্ল্যানে‌ সংস্থা গ্রাহকদের আনলিমিটেড কলিং এবং ডেটা পরিষেবা দিতে চলেছে। আর এই প্ল্যানের বৈধতা বা ভ্যালিডিটি রাখা হয়েছে 70 দিন।

যদিও তার মধ্যে প্রথম 15 দিন রোজ 2 GB করে ডেটা দেবে। কিন্তু 15 দিন পর থেকে বাকি 55 দিন মাত্র 50MB করে ডেটা দেওয়া হবে গ্রাহকদের। অন্যদিকে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও প্রথম 15 দিনের জন্যই প্রযোজ্য থাকবে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারের মতোই প্রতি মাসে টাকা, এবার মিলবে আরও বেশি! ঘোষণা রাজ্য সরকারের

প্রসঙ্গত, এর আগে অনেক টেলিকম কোম্পানি ব্যবহারকারীরা গ্রাহকদের সুবিধার্থে অনেক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। কিন্তু কখনও কখনও সেই রিচার্জ প্ল্যানগুলি অত্যাধিক বেশি হওয়ায় রিচার্জের ক্ষেত্রে সমস্যায় পরে, তাই তাঁদের জন্য BSNL নিয়ে এসেছে এই স্পেশাল প্ল্যান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group