200 টাকারও কমে সীমাহীন 5G, দৈনিক 2GB ডেটা ও কল! দারুণ চমক আনল Jio

Published:

Jio
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ট্যারিফ প্ল্যান বৃদ্ধির পরেই বেসরকারি সমস্ত টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যান একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। যার ফলে সামান্য মাসিক রিচার্জ করতে গিয়েই পকেট ফাঁকা হয়ে যাচ্ছিল গ্রাহকদের। রীতিমত মাথায় হাত পড়ার মত অবস্থা সকলের। আর এই আবহেই এবার Jio গ্রাহকদের সুবিধার্থে এক চমকপ্রদক প্ল্যান (Jio Recharge Plan) নিয়ে হাজির হয়েছে। যা ২০০ টাকার কম দামে মিলবে।

200 টাকারও কম দামে মিলবে এই প্ল্যান!

Jio-র সমস্ত প্রিপেড রিচার্জ প্ল্যানের ট্যারিফ বৃদ্ধি পাওয়ার সময় বলা হয়েছিল যে 200 টাকার কম দামের প্রিপেড রিচার্জ প্ল্যান আর পাবে না গ্রাহকরা। পাশাপাশি এও জানানা হয়েছিল যে 200 টাকার কম দামের প্রিপেড রিচার্জ প্ল্যানে Jio গ্রাহকদের আর আনলিমিটেড ট্রু 5G পরিষেবাও দেবে না। তবে এবার বড় চমক আনল মুকেশ সংস্থা। 200 টাকার কম দামের একটি প্রিপেড রিচার্জ প্ল্যানেই মিলতে চলেছে এবার দুই সুবিধা। হ্যাঁ, রিলায়েন্স জিও 198 টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে এই রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।

মিলবে 5G পরিষেবা

সংস্থা সূত্রে জানা গিয়েছে Jio-র 198 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেতে চলেছে প্রতিদিন 2GB করে ডেটা। অর্থাৎ মোট 28GB ডেটা পেতে চলেছে গ্রাহকরা। সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি ফ্রি এসএমএস পুরো বিনামূল্যে। জানা গিয়েছে 198 টাকার এই রিচার্জ প্ল্যান স্থায়ী থাকবে 14 দিনের জন্য। যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য এই প্ল্যানটি বেশ কার্যকর। এছাড়াও JioTV এবং JioAICloud এর অতিরিক্ত সুবিধাও পাবে জিও গ্রাহকরা।

আরও পড়ুন: এক মাসেই ১.৫৫ লক্ষ গ্রাহক হারাল BSNL, ওদিকে ফুলে-ফেঁপে উঠল JIO-র ব্যবসা

অন্যদিকে 5G ডেটা ব্যবহারের ক্ষেত্রেও কোনও দৈনিক সীমা থাকছে না বললেই চলে। আসলে Airtel এবং Vi এর মতো বেসরকারি টেলিকম কোম্পানিগুলি 5G পরিষেবার উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে। যার ফলে বেশ সমস্যায় পড়ে গ্রাহকরা। কিন্তু Jio-এর মাধ্যমে, কোনও বিধিনিষেধ ছাড়াই প্রতিদিন 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। সংক্ষেপে, Jio-র এই 198 টাকার রিচার্জ প্ল্যানটি একটি দুর্দান্ত প্যাক।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join