প্রীতি পোদ্দার: টেলিকম দুনিয়ায় গ্রাহকদের সেটা পরিষেবা প্রদান করার জন্য উঠে পড়ে লেগেছে বিভিন্ন সংস্থা। তাতে একদিকে যেমন গ্রাহকদের সুবিধা পাওয়া যাবে, তেমনি লাভের অঙ্কও চড়চড়িয়ে বাড়বে। সম্প্রতি, ইলন মাস্কের প্রতিষ্ঠান Tesla ইনকর্পোরেটেড এ বছরের শেষের দিকে টেসলা পাই নামের বিশেষ ফিচার সমৃদ্ধ একটি স্মার্টফোন বাজারে নিয়ে আসতে চলেছে বলে এমন দাবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ফোন থাকবে নানা আকর্ষণীয় ফিচার্স, যা মাথা ঘুরিয়ে দিতে পারে গ্রাহকদের। থাকবে না কোনো চার্জের বালাই। আর ইন্টারনেট সেটা বিনা সিম এর মাধ্যমেই মিলবে। তাও আবার স্টারলিঙ্কের অর্থাৎ স্যাটেলাইট বেস কানেকশন সিস্টেম এর নিজস্ব একটি বিশ্বব্যাপী কভারেজ নেটওয়ার্ক এর সঙ্গে।
ভারতীয় বাজারে এত কম দামে মিলবে টেসলার ফোন!
জানা গিয়েছে, টেসলার এর এই ফোনে চার্জিং সিস্টেম অন্যান্য ফোনের তুলনায় সম্পূর্ণ আলাদা। যদি চার্জ কমে যায়, অটোমেটিক এই ফোন চার্জ নিয়ে নেবে। শুধু দরকার আলোর। সূর্যের আলো থেকে শুরু করে সাধারণ আলোতেও হয়ে যাবে ফুল চার্জ। পাশপাশি এই ফোনের মধ্যে থাকবে নাকি ব্রেন কানেকটিভিটি চিপ। যার ফলে গ্রাহক যা ভাববেন, আপনার ফোন তা বুঝে সেই অনুযায়ী কাজ করবে। মাত্র ২৫ হাজারেই মিলবে এই অত্যাধুনিক সিস্টেমটি। তবে প্রশ্ন হল আদেও কি এটি সত্যি? প্রকাশিত হল আসল সত্য।
রিউমর স্ক্যানার টিমের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, টেসলার চলতি বছর যে টেসলা পাই নামের একটি বিশেষ ফোন বাজারে নিয়ে আসার যে তথ্য রটেছে তা সম্পূর্ণ মিথ্যা। এমন ধরনের কোন তথ্যই ঘোষণাই করেনি কোম্পানি। বরং, ২০১৭ সাল থেকে এই দাবিটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। ২০২৩ সালেও টেসলার ফোন নিয়ে কথা বলেন ইলন মাস্ক। টেসলা ‘টুইটার’ অধিগ্রহণের পরে প্ল্যাটফর্মটি অ্যাপ স্টোর সংক্রান্ত নানা বিধিনিষেধের সম্মুখীন হয়। তখনই একটি ‘বিকল্প ফোন’-এর কথা শোনা গিয়েছিল। যদিও পরে নিজেই সেই সম্ভাবনার কথা পুরোপুরি উড়িয়ে দেন ইলন মাস্ক।
সম্পূর্ণটাই গুজব!
চলতি বছর জুন মাসেও এই ফোন সংক্রান্ত গুজব নিয়ে তিনি মতামত প্রকাশ করেন। এই ঘটনাকে অস্বীকার করে ইলন মাস্ক বলেন, “আমরা টেসলা ফোন আনছি না।” তবে প্রযুক্তি বিশ্লেষকদের মনে করছে ভবিষ্যতে টেসলা সংস্থার স্মার্টফোন আসাটা অস্বাভাবিক কিছুই নয়। এদিকে আবার ইলন মাস্ক ওপেনএআই-এর চ্যাট জিপিটি-এর কারণে, এক্স নিরাপত্তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।