বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাটারিই বৈদ্যুতিক যন্ত্রের প্রাণ ভোমরা। মানবদেহে হৃদপিন্ডের কর্মক্ষমতা বন্ধ হয়ে গেলে কী হয়? জানা আছে নিশ্চয়ই সকলেরই! সমগোত্রীয় ঘটনা ঘটে বৈদ্যুতিক যন্ত্রের ক্ষেত্রেও। ব্যাটারি নিস্তেজ হয়ে গেলে সংশ্লিষ্ট বৈদ্যুতিক যন্ত্রও অসাড় হয়ে যায়। কিন্তু পারমাণবিক ব্যাটারির(Nuclear Battery) ক্ষেত্রে বিষয়টা ঠিক কেমন? খোঁজ নিয়ে জানা গেল, মাত্র 1টি নিউক্লিয়ার ব্যাটারই নাকি টানা 100 বছর বৈদ্যুতিক যন্ত্রকে চাঙ্গা রাখবে। কারা বলছেন এমন কথা? শুধু বলেননি, প্রতিশ্রুতিও দিয়েছেন চিনের একদল বিজ্ঞানী।
তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে তৈরি হল দীর্ঘমেয়াদী ব্যাটারি…
আকারে খুব একটা বৃহৎ নয়। বলা চলে, বৈদ্যুতিক যন্ত্র চালানোর মাঝারি রসদ! সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্ট বলছে, তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে কার্বন 14 আইসোটোপ পারমাণবিক ব্যাটারি তৈরি করে ফেলেছে চিন।
জানা গেল, দেশটির কানসু প্রদেশের রাজধানী লানচৌয়ের নর্থওয়েস্ট নরমাল ইউনিভার্সিটির গবেষকরা ওষুধ কোম্পানি উক্সি বেইটা ফরম্যাটের সাথে হাত মিলিয়ে যৌথভাবে এই যুগান্তকারী আবিষ্কারটি করেছেন। স্নায়ুর চাপ বাড়িয়ে দীর্ঘ পর্যালোচনার পর ব্যাটারিটির নাম দেওয়া হয়েছে চুলং-1।
100 বছর ধরে চলবে এই ব্যাটারি
চিনের গবেষকদের একটা বড় অংশের দাবি, সদ্য আবিষ্কৃত উচ্চ-ক্ষমতা সম্পন্ন ব্যাটারিটি কমপক্ষে 100 বছর ধরে একটানা বিদ্যুৎ সরবরাহ করে যাবে। মূলত এই ব্যাটারির উচ্চ কর্মক্ষমতাকে কাজে লাগিয়েই বহু সাহসী পদক্ষেপ নিতে প্রস্তুত চিন।
অবশ্যই পড়ুন: ১৭ মরসুমেই হার! প্রকাশ্যে RCB-র বড় দুর্বলতা, কাজে লাগাতে পারবে KKR?
কোথায় ব্যবহার হবে এই ব্যাটারি?
চিনা গবেষকদের সিংহভাগের দাবি, চুলং-1 নামক এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারিটি ঠান্ডা থেকে প্রচন্ড গরম, যেকোনও তাপমাত্রায় কাজ করতে সক্ষম। সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় এই ব্যাটারির কর্মক্ষমতা 10 গুণ বেশি। কোথায় ব্যবহার কথা হবে এই খুদে দস্যু?
চিনা গবেষকরা বলছেন, এই ব্যাটারি যেহেতু একটানা 100 বছর পর্যন্ত বিদ্যুৎ তৈরির ক্ষমতা রাখে, সেক্ষেত্রে এটিকে মূলত মেরু অঞ্চল, গভীর সমুদ্র অথবা মহাকাশযানের মতো দীর্ঘ সময় বিদ্যুতের প্রয়োজন এমন জায়গা গুলিতে ব্যবহার করাটাই যথোপোযুক্ত হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |