সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে CNG গাড়ির বাজারে এতদিন যাবৎ টাটা এবং মারুতির রাজত্ব ছিল। কিন্তু এবার সেই ছবি বদলাচ্ছে। সূত্রের খবর, Citroen নামক এক ফ্রান্সের গাড়ি নির্মাণ সংস্থা বাজারে নিয়ে এসেছে নতুন CNG গাড়ি Citroen C3 CNG।
সাধারণত CNG সেগমেন্টে মারুতি এবং টাটা এগিয়ে থাকলেও এবার সস্তার এই রেট্রোফিটেড কিটের মাধ্যমে প্রতিযোগিতার বাজারে নিজেদের জায়গা শক্তভক্ত করল Citroen। ফলে স্বাভাবিকভাবেই এবার টাটা ও মারুতির কপালে চিন্তার ভাঁজ পড়ছে। কিন্তু কী থাকছে এই গাড়িটিতে? কতই বা দাম? সমস্তটা জানিয়ে দিচ্ছি।
কী থাকছে এই বিশেষ গাড়িতে? | Citroen C3 CNG |
এই গাড়িটিতে সরাসরি ফ্যাক্টরি ফিটেড CNG কিট না থাকলেও রেট্রোফিটমেন্ট প্রোগ্রামের মাধ্যমে গাড়িটিতে CNG কিট লাগানো যাবে। খোঁজ নিয়ে জানা গেল, এই কিটের দাম পড়বে মাত্র 93,000 টাকা। ফলে CNG সহ Citroen C3 CNG গাড়িটির এক্স-শোরুম প্রাইস দাঁড়াচ্ছে মাত্র 7.16 লক্ষ টাকা থেকে 9.24 লক্ষ টাকার আশেপাশে।
কী কী বৈশিষ্ট্য পাওয়া যাবে এই গাড়িতে?
জানিয়ে রাখি, Lovato-র সঙ্গে পার্টনারশিপ করে Citroen এই কিটটিকে বাজারে আনছে। এমনিতেই CNG-র বাজারে Lovato নামটি সবারই চেনা। এমনকি CNG কিটটি চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে সংস্থা দাবি করছে। আর সেগুলি হল- Live, Feel, Feel (O), এবং Shine। সবথেকে বড় ব্যাপার, বুট স্পেস বা গাড়ির ব্যবহারিক সুবিধায় কোনও খামতি দেয়নি Citroen।
এমনকি CNG নজেলটি একেবারে পেট্রোল নজেল ইনপুটের পাশে দেওয়া রয়েছে। যার ফলে ফুয়েল ভরার কোনোরকম ঝামেলা পোহাতে হবে না। জানা যাচ্ছে, গাড়ির রাইডিং বজায় রাখার জন্য রিয়ার শক অ্যাবজর্বার, সাসপেনশন স্প্রিংস ও অ্যান্টি-রোল বার টিউন ফিচার যুক্ত রয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে গাড়িটি কেমন?
যেমনটা খবর, এই CNG কিটটি একটি 55 লিটার ওয়াটার ইকুইভ্যালেন্ট সিঙ্গল সিলিন্ডার ইউনিট হিসাবে তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে, সম্পূর্ণ ট্যাংকে 170 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে। এমনকি ARAI-র হিসেবে প্রতি কেজিতে 28.1 কিলোমিটার মাইলেজ দেবে এই গাড়িটি।
এমনকি যদি টাকা পয়সার হিসেবে আসি, তাহলে গাড়িটি প্রতি কিমি. চালাতে খরচ পড়বে মাত্র 2.66 টাকা। আর এটি 1.2 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনে চলবে, যেখানে থাকছে 5-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স।
আরও পড়ুনঃ ৫০০০ টাকার কম বিনিয়োগে সেরা ৬টি ব্যবসার আইডিয়া! মাস গেলে হবে মোটা আয়
তবে হ্যাঁ, সিএনজি ভ্যারিয়েন্টে নির্দিষ্ট আউটপুট এখনও এই সংস্থা ঘোষণা করেনি। তবে পেট্রোল ভ্যারিয়েন্টে এটি 81 bhp শক্তি এবং 115 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এককথায়, Citroen C3 CNG গাড়িটি বাজারে আসার ফলে টাটা এবং মারুতির কাঁধে যে বাড়তি চাপ পড়বে, তা বলার অপেক্ষার রাখে না। কারণ যারা সাশ্রয়ী ও আধুনিক অপশন খুঁজবে, তারা এখন এই গাড়িটিকেই সেরা বিকল্প হিসেবে ভাববে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |