পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে মোবাইল শুধুমাত্র যোগাযোগের মাধ্যমই নয় বরং জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। কাজের ক্ষেত্রেও মোবাইলের ব্যবহার পরিহার্য হয়ে পড়েছে। কিন্তু যেটা অসহ্য হয়ে উঠছিল সেটা হল দিন দিন বাড়তে থাকা স্প্যাম কলিংয়ের সংখ্যা। লোন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন অফার এমনকি প্রতারণার করা কলের সংখ্যাও মাতিরিক্ত ভাবে বেড়েছিল বিগত কয়েক বছরে। এমনকি দেশের বাইরে থেকে বা বলা ভালো ইন্টারন্যাশনাল নাম্বার থেকেও কাজ দেওয়ার নামে কল আসা শুরু হয়েছিল। এই সমস্যার থেকে রেহাই দিতেই টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যান্টি স্পুফ কলিং সিস্টেম চালু করা হয়েছিল।
প্রতারণামূলক কল রুখতে কঠোর DoT
প্রতারণামূলক কলিং বন্ধ করার জন্য একটি স্পেশাল সিস্টেম তৈরী করা হয়েছে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের (Department of Telecommunications) তরফ থেকে। এর সাথে টেলিকম সার্ভিস প্রোভাইডারদেরও এই ধরণের কল ব্লক করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। এবার এই পদ্ধতিতেই বিরাট সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। বিগত ২৪ ঘন্টাতেই ৯০% বা ১.৩৫ কোটি প্রতারণামূলক কল ব্লক করা হয়েছে। সারাদিনে ভারতে আসা এই ধরণের কলের সংখ্যা মাত্র ৪ লাখে নেমে এসেছে।
আরও পড়ুনঃ Jio-Airtel এর মাথায় বাজ! মাত্র ২০ টাকায় অর্ধেক বছরের ভ্যালিডিটি দেবে BSNL
কীভাবে কাজ করে প্রতারণামূলক কলগুলি?
আসলে প্রতারকেরা তাদের কুকীর্তির জন্য আসল নাম্বারকে লুকিয়ে আন্তর্জাতিক নাম্বারের মত দেখতে একটি নাম্বার থেকে কল করে। এরপর নানাভাবে ব্যক্তিগত তথ্য নিয়ে সেগুলো দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়ার মত অপকর্ম করা হয়। এই ধরণের প্রতারণা আটকানোর জন্য প্রতিটা টেলিকম অপারেটরকে আগে থেকেই নিজস্ব সিস্টেম চালু করার জন্য জানানো হয়েছিল।
আরও পড়ুনঃ প্রায় ৯০০ পদে নিয়োগ করবে রাজ্য সরকার, কারা পাবেন চাকরি? বিজ্ঞপ্তি জারির পথে নবান্ন
এখানেই শেষ নয়, VoIP বা ভয়েস অফার ইন্টারনেট প্রটোকলের মাধ্যমেও বহু কল করা হয়। সেক্ষেত্রে এই ধরণের ট্রাফিক সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে Jio, Airtel, Vi থেকে শুরু করে BSNL এর মত কোম্পানিগুলিকে। ইতিমধ্যে এই ধরণের ২০টি কেরিয়ারকে ব্লকও করা হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে এর ফলে আগামী দিনে সাইবার প্রতারণার সংখ্যা কমবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |