দাঁড়াতে হবে না লাইনে! ঘরে বসেই আপডেট করা যাবে আধার কার্ড, লঞ্চ হচ্ছে e-Aadhaar

Published on:

e-Aadhaar App Will Launch Soon By UIDAI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 140 কোটি ভারতীয়র অন্যতম গুরুত্বপূর্ণ নথি কিন্তু আধার কার্ড। সম্প্রতি তা নিয়ে বিতর্ক তৈরি হলেও আধার কার্ডকে গুরুত্ব দেওয়ার কথা স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এই আধার কার্ডে নাম, ফোন নম্বর অথবা অন্য কোনও ত্রুটি থাকলে আধার অফিসের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় কার্ড হোল্ডারদের। মূলত সে কারণেই গ্রাহকদের ভোগান্তি কিছুটা কমাতে একটি নতুন মোবাইল অ্যাপলিকেশন (e-Aadhaar App) তৈরি করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। যা থেকে ঘরে বসেই নিজের আধার কার্ডের ভুল সংশোধন করতে পারবেন গ্রাহকরা।

কবে নাগাদ চালু হবে ই আধার?

প্রথমেই বলে রাখি, UIDAI যে নতুন অ্যাপ নিয়ে কাজ করছি সেটির নাম অস্থায়ীভাবে ই আধার রাখা হয়েছে। এ প্রসঙ্গে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ই আধার অ্যাপটির যাবতীয় কাজ চলতি বছরের শেষেই সম্পন্ন হয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে। আর সেটা হলে, 2026 সাল অথবা চলতি বছরের শেষেই ই আধার অ্যাপ্লিকেশনটি লঞ্চ করতে পারে UIDAI।

নতুন অ্যাপে কী কী সুবিধা পাওয়া যাবে?

ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, UIDAI এর নতুন ই আধার অ্যাপের মাধ্যমে আধার কার্ড হোল্ডাররা ঘরে বসেই আধার কার্ডের নাম, মোবাইল নম্বর, জন্মের তারিখের মতো তথ্যগুলি আপডেট করতে পারবেন। এই অ্যাপ চালু হয়ে গেলে গ্রাহকদের আর আধার নিবন্ধকরণ কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। তাছাড়াও এই নতুন অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফেস আইডি প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। যা আধার সম্পর্কিত ডিজিটাল পরিষেবার ব্যবহারকে আরও নিরাপদ এবং সুবিধাজনক করে তুলবে।

বিশেষজ্ঞ মহলের মতে, মূলত আধার সংক্রান্ত জালিয়াতি রুখতে এবং আধার আপডেটের গোটা প্রক্রিয়াটি দ্রুত ও সুবিধাজনক করে তুলতেই নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছে UIDAI। সংস্থাটি বলছে, আগামী নভেম্বরের পর থেকে শুধুমাত্র বায়োমেট্রিক প্রমাণিকরণ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টিং এবং আইরিস স্ক্যানিংয়ের জন্যই আধার কেন্দ্রগুলিতে যেতে হবে গ্রাহকদের। এছাড়া আপডেট সংক্রান্ত যাবতীয় কাজ অ্যাপ থেকেই করা যাবে।

অবশ্যই পড়ুন: নেশা কাহারে কয়! জমি-গয়না সর্বস্ব বেচে ৭২ লক্ষ টাকার মদ গিলেছেন বিহারের মোটুলাল

প্রসঙ্গত, আধার আপডেট সংক্রান্ত যাবতীয় সমস্যা মেটানোর পাশাপাশি আসন্ন ই আধার অ্যাপটিতে আরও বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য যুক্ত করার পরিকল্পনা করছে UIDAI। রিপোর্ট বলছে, ব্যবহারকারীর ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, বিদ্যুতের বিল, পাসপোর্ট এমনকি বার্থ সার্টিফিকেটের মতো প্রয়োজনীয় নথিগুলি সরাসরি স্বয়ংক্রিয়ভাবে সরকারি উৎস থেকে যাচাই করা হবে। যার জেরে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি ভেরিফিকেশন আরও সহজ হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥