সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া একটা দিনও কল্পনা করা যায় না। পড়াশোনা বলুন কিংবা অফিস বা অন্যান্য যাবতীয় কাজ, সবকিছুই এখন Wi-Fi এর উপর নির্ভরশীল। তবে যদি আপনাকে বলা হয় যে, আপনি আপনার বাড়ির Wi-Fi এখন রোজগারের নতুন পথ হিসেবে বেছে নিতে পারবেন, তাহলে কেমন হবে? হ্যাঁ, এমনই সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের PM WANI প্রকল্প (PM WANI Scheme)। এর আওতায় আপনি চাইলে নিজের বাড়ি বা দোকানে Wi-Fi সংযোগ করেই মাসে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন।
কী এই PM WANI প্রকল্প?
PM WANI বা পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ইন্টারফেস প্রকল্পটি মূলত ভারতের টেলিকম সংস্থা TRAI এবং দূরসংযোগ দফতর DoT এর তরফ থেকেই চালু করা। আর এর মূল উদ্দেশ্য হল দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেওয়া, যেখানে সাধারণ মানুষ প্রযুক্তিগতভাবে পিছিয়ে রয়েছে। আর এই প্রকল্পের আওতায় যে কেউ ব্যক্তিগতভাবে কিংবা প্রতিষ্ঠান হিসেবে পাবলিক ডেটা অফিস খুলতে পারে। অর্থাৎ আপনার বাড়ি কিংবা দোকানের Wi-Fi ছোট পাবলিক Wi-Fi হাব হয়ে উঠবে, যেখান থেকে ব্যবহারকারীরা টাকা দিয়ে সংযোগ নিতে পারবে।
🚨 Share your home Wi-Fi and earn money.
Under the PM WANI scheme, people can earn thousands of rupees every month by sharing their network. pic.twitter.com/e4zcnuo6Bv
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 11, 2025
কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?
প্রসঙ্গত, এই সেটআপ করার জন্য কোনও আলাদা লাইসেন্স নিতে হবে না বা বিনিয়োগও করতে হবে না। ভালো ইন্টারনেট সংযোগ লাগবে আর একটি Wi-Fi রাউটার লাগবে। এরপর আপনাকে https://telecom.gov.in/ ওয়েবসাইট কিংবা PM WANI অ্যাপের মাধ্যমে পাবলিক ডেটা অফিস হিসেবে আবেদন করতে হবে। আর আবেদন গ্রহণ হলেই আপনি একটি PDO আইডি পেয়ে যাবেন। এরপর আপনার রাউটারকে সরকারি অনুমোদিত নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করে দিলেই আপনার পাবলিক Wi-Fi হটস্পট সক্রিয় হয়ে যাবে।
কীভাবে আয় হবে?
এবার যখন কেউ আপনার Wi-Fi নেটওয়ার্কে যুক্ত হয়ে ইন্টারনেট ব্যবহার করবে, তখন সিস্টেমের মাধ্যমেই সেই ব্যবহারকারীর থেকে পেমেন্ট কাটা হবে। আর ডেটা ব্যবহারের ভিত্তিতে আপনি নির্দিষ্ট কমিশন পাবেন। এই কমিশন প্রতিদিন কিংবা মাসের শেষে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। বিশেষজ্ঞরা বলছে, একজন PDO বাড়িতে বসেই মাসে কয়েক হাজার টাকা উপার্জন করতে পারে শুধুমাত্র নিজের Wi-Fi ব্যবহার করেই।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় ‘জোর করে খোলানো হল জাতীয় পতাকা!’ সরকারের উপর ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু
ডিজিটাল যুগে দাঁড়িয়ে ইন্টারনেট এখন মৌলিক চাহিদা হয়ে উঠেছে। মূলত শহরের সমস্ত জায়গায় সহজেই নেটওয়ার্ক পাওয়া যায়, তবে গ্রামীণ এলাকাগুলিতে অনেক সময় নেটওয়ার্ক সংযোগ পাওয়া যায় না। আর PM WANI প্রকল্প সেই সমস্যার সমাধান করতে চলেছে। পাশাপাশি স্থায়ী ইনকামের সুযোগ করে দেবে এই প্রকল্প।